1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

আমরা যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি: হামাস

২১ নভেম্বর ২০২৩

ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন জঙ্গি সংগঠনটির নেতা ইসমাইল হানিয়া৷ যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও৷

https://p.dw.com/p/4ZFUt
গাজা উপত্যকায় অভিযানের সময় ইসরায়েলের সেনা সদস্যরা৷ ছবিটি ১৯ নভেম্বরের
গাজায় ইসরায়েলের অব্যাহত অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনার কথা জানালো হামাসছবি: Israel Defense Forces/Handout/REUTERS

কাতারে বসবাসরত হামাসের নেতা ইসমাইল হানিয়া টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছি৷'' তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলেননি৷ এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে ইসমাইল হানিয়া বলেছেন তারা কাতারের মধ্যস্থতাকারীদেরকে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন৷   

সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর তুলে নেয়া বন্দিদের মুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে কাতারসহ বিভিন্ন পক্ষ৷

একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রও৷ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিবরি বলেন, ‘‘আমাদের বিশ্বাস আমরা কাছকাছি আসছি৷'' এ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তারা কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন৷ এর আগে কিবরি বলেছিলেন মধ্যস্থতাকারীরা নারী, শিশু ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মুক্তির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন৷ চুক্তি সন্নিকটে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও৷

গাজায় ত্রাণ পাঠানোর কেন্দ্র হয়ে উঠতে পারে সাইপ্রাস

তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সবশেষ বিবৃতির প্রেক্ষিতে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল৷ ইসরায়েল কাতার ভিত্তিক মধ্যস্থতার বিষয়ে মন্তব্য করা থেকে শুরু থেকেই বিরত থাকছে৷ তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির চ্যানেল টুয়েলভ টেলিভিশন নাম প্রকাশ না করে সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে ‘তারা (চুক্তির) কাছাকাছি রয়েছেন'৷

গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ মানুষ নিহত হন৷ ২৪০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস৷ যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানিসহ বেশ কিছু দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান