1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমরা তো সবাই নবীন: শেখ হাসিনা

সাগর সরওয়ার/সমীর কুমার দে৩১ ডিসেম্বর ২০০৮

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত আওয়ামী লীগ সভানেত্রী, মহাজোট প্রধান শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ফখরুদ্দিন আহমেদ এর সঙ্গে দেখা করে মূলত ক্ষমতা হস্তান্তরের বিষয়েই আলোচনা করেছেন৷

https://p.dw.com/p/GQ2T
বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

যদিও দেড় ঘন্টার এই বৈঠককে শেখ হাসিনা উল্লেখ করেছেন সৌজন্য সাক্ষাত হিসাবেই৷ শেখ হাসিনা সন্ধ্যায় রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাত করেন৷

বৈঠক শেষে সহাস্যে বেরিয়ে আসা শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, যে কোন সরকার ক্ষমতায় এলে পূর্ববর্তি সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে হয়৷ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বৈধতার বিষয়ে সংসদেই আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে৷ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েকজন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আমরা আলোচনা করেছি৷ তিনি বলেন, এ বিষয়টি নিয়ে কাজ করার জন্যে একটি কমিটি গঠন করা হবে৷ তারপরও সংসদে পছন্দ-অপছন্দের বিষয়ে আলাপ আলোচনার সুযোগ রয়েছে৷

Dr Fakhruddin Ahmed Bangladesch Wahlen 2008
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদছবি: Mutafiz Mamun

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়াদি জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন, নির্বাচন হয়ে গেল, সৌজন্য সাক্ষাত করেছি৷ সেই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি৷ তিনি বলেন, একটি সুন্দর ও ভালো নির্বাচনের জন্য ধন্যবাদ দিতে এলাম৷

তাঁর সরকারের মন্ত্রিপরিষদের আকার কেমন হবে? এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এটি এখনই বলে দিলে তো কোন আকর্ষণ থাকবে না! মন্ত্রীপরিষদে নবীনদের কতটুকু স্থান পাবে এ প্রশ্নের উত্তরে বলেন, একটু কৌতুকাচ্ছলে শেখ হাসিনা বলেন, আমরা তো সবাই নবীন৷ বয়স ষাটের ওপরে হয়েছে তো কী হয়েছে! আমার একষট্টি শেষ হয়ে বাষট্টিতে পড়েছে৷

কবে শপথ নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরকারের উপর নির্ভর করছে৷ সময় হলেই জানা যাবে৷

পরে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমি আশা করছি, যত দ্রুত সম্ভব নতুন সরকার শপথ নেবে৷ এজন্যে প্রস্তুতিও চলছে৷ এখানে গেজেট প্রকাশের বিষয় আছে৷ এসব বিষয় নির্বাচন কমিশনের ওপরও অনেকাংশে নির্ভর করছে৷

শেখ হাসিনার সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি৷

Bangladesch Präsident Iajuddin Ahmed
বাংলাদেশের রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদছবি: AP

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনের ফলাফল নিয়ে যে অভিযোগ করেছেন, সে প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের ব্যাপার৷ কেননা কমিশনই নির্বাচন পরিচালনা করেছে৷

বৈঠকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম উপস্থিত ছিলেন৷

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মন্ত্রীসভা কত সদস্যের হবে তা এখনই বলা যাবে না৷ আগে শপথ হোক৷ তারপর দেখা যাবে৷ জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন সরকারের সংসদ সদস্যরা শপথ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি৷ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের জন্য আওয়ামী লীগ সভানেত্রীকে অভিনন্দন জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান