1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আব্দুল হামিদ: এই অধিবেশনে বিরোধী দলের আসন বাড়বে না

হারুন উর রশীদ স্বপন৩ ফেব্রুয়ারি ২০০৯

নবম সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবী অনুযায়ী প্রথম সারিতে আসন আর বাড়ানো তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন স্পিকার এডভোকেট আব্দুল হামিদ৷ মঙ্গলবার তাঁর বাসায় ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন৷

https://p.dw.com/p/GmRv
নবম জাতীয় সংসদের স্পিকার এডভোকেট আব্দুল হামিদছবি: DW/ Harun-ur-Rashid Swapan

তবে বিরোধী দলের দাবীর সঙ্গে সরকারী দল একমত হলে এ অধিবেশনেই প্রথম সারিতে বিরোধী দলের আসন বাড়তে পারে বলে মন্তব্য করেন স্পিকার৷

কারো সঙ্গে আলোচনা না করে সাবেক বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একক ভাবে সিদ্ধান্ত নিয়ে সংসদের আসন বিন্যাসকে জটিল করে গেছেন মন্তব্য করে স্পিকার এডভোকেট আব্দুল হামিদ বলেন, অতীতের রেওয়াজ এবং আনুপতিক হার অনুযায়ী সরকারী দল বিরোধী দলকে তিনটি আসন দিতে চাইলেও তিনি নিজে থেকে একটি আসন বাড়িয়ে দিয়েছেন৷ এই অধিবেশনে তাই নতুন করে আর আসন বিন্যাস করা সম্ভব নয়৷

অষ্টম সংসদে আওয়ামী লীগ তাদের ৬২টি আসনের বিপরীতে পাওয়া ৬টি আসন বাড়ানোর দাবী করলেও এ নিয়ে ওয়াক আউট করে নি – এই মন্তব্য করে স্পিকার বলেন, ‘‘আসন এমন কোন জাতীয় ইস্যু নয় যার জন্য বিরোধী দলকে সংসদ বর্জন করতে হবে৷'' তিনি আরো বলেন, স্পিকার চাইলেই অনেক কিছু করতে পারেন না৷

সরকার ও বিরোধী দলকে নিয়ে কার্যকর সংসদ প্রতিষ্ঠায় তার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান স্পিকার এডভোকেট আব্দুল হামিদ৷