1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার খুনের হুমকি সালমানকে, এই নিয়ে তৃতীয়বার

৩০ অক্টোবর ২০২৪

চলতি সপ্তাহেই দ্বিতীয়বার খুনের হুমকি দেওয়া হয়েছিল তাকে। তবে সালমান খান শুটিং বন্ধ করেননি।

https://p.dw.com/p/4mOFG
বাবা সেলিম খানের সঙ্গে সলমন খান
সলমন খানছবি: AP Photo/picture alliance

তৃতীয়বার খুনের হুমকি দেওয়া হলো সালমান খানকে। এবার হুমকি ফোন এসেছে মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে। ফোনে দুই কোটি টাকা চাওয়া হয়েছে। বলা হয়েছে, ওই টাকা সময়ের মধ্যে না দিলে খুন করা হবে সালমান খানকে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই খুনের হুমকি দেওয়া হয়েছিল সালমানকে। শুধু সালমান নন, এনসিপি নেতা বাবা সিদ্দিকির ছেলে জিশানকেও হুমকি দেওয়া হয়েছিল। বস্তুত, জিশানের অফিসেই ফোন আসে। সেখানে সালমান এবং জিশান দুইজনকেই খুন করা হবে হুমকি দেওয়া হয়। বলা হয়, বাবা সিদ্দিকির থেকেও খারাপ ভাবে মারা হবে তাদের।

সপ্তাহখানেক আগে জিশানের অফিসের বাইরেই বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। তিনজন আততায়ী গুলি করে খুন করে তাকে। তখনই সামনে আসে সালমানের নাম। এরপর একাধিকবার তাকে খুনে হুমকি দেওয়া হলো। সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে তিনি শুটিংয়ে যাচ্ছেন।

কারা দিচ্ছে হুমকি

বাবা সিদ্দিকি হত্যা এবং জিশান ও সালমানকে হুমকি দেওয়ার পিছনে লরেন্স বিশনোই গ্যাং জড়িত বলে মনে করা হচ্ছে। বিশনোই এখন জেলে। কিন্তু তার দলের সদস্যরা একাজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

বাবা সিদ্দিকি হত্যার পর মুম্বই পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সেই গ্রেপ্তার চলাকালীনই মুম্বই পুলিশের কাছে একটি নোট পাঠানো হয়। তাতে বলা হয়, এরপর সালমানকে খুন করা হবে। বাঁচতে হলে তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে। নইলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।

ওই হুমকির পরেই সালমানের নিরাপত্তা অনেক বাড়ানো হয়। তারপর ফের জিশানের অফিসে খুনের বার্তা আসে। আর এবার হুমকি ফোন এলো পুলিশের দপ্তরে। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে ওরলি থানায় মামলা রুজু করেছে।

অন্যদিকে জিশানের অফিসে হুমকি ফোনের জন্য নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই বিশনোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ এবিষয়ে কোনো কথা বলছে না।

সালমান বরাবরই বাবা সিদ্দিকির ঘনিষ্ঠ বলে পরিচিত। বিশনোই গ্যাং আবার বাবা সিদ্দিকির প্রতিযোগী। রাজস্থানে চিংকারা বা হরিণ মারার ঘটনার জন্যও বিশনোই গ্যাং সালমানের উপর রুষ্ট এমন শোনা যাচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কোনো তথ্য মুম্বই পুলিশ এখনো দেয়নি।

এসজি/জিএইচ (পিটিআই)