1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতিপূরণ

২৫ মার্চ ২০১২

কান্দাহার কাণ্ডে নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিল মার্কিন সেনাবাহিনী৷ নিহত এবং আহতদের সকলকেই দেওয়া হল ক্ষতিপূরণ৷ এদিকে, কান্দাহারেই এক বোমা হামলায় আট আফগান পুলিশ এবং এক আইসাফ সেনা নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/14RuO
ছবি: Reuters

নিহতদের পরিবারবর্গকে মাথাপিছু ৪৬ হাজার মার্কিন ডলার আর আহতদের প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিল মার্কিন সেনাবাহিনী৷ আফগান প্রশসান এবং আদিবাসী নেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার কথা স্বীকার করেছেন রবিবার৷ প্রসঙ্গত, কান্দাহারে এক মার্কিন সেনা, যার নাম সার্জেন্ট রবার্ট বেইলস, সে অকস্মাৎ সেনাছাউনি থেকে বেরিয়ে অসামরিক নাগরিকদের বসতিতে চড়াও হয় এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করে সম্প্রতি৷ এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সর্বত্র৷

মার্কিন সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট রবার্ট বেইলসের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার ১৭টি অভিযোগ দায়ের করা হয়েছে৷ শুরু হয়েছে তার বিচারের প্রক্রিয়া৷ হতাহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই ত্বরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছিল সব মহল থেকেই৷ যে কারণে, কয়েকদিনের মধ্যেই বিষয়টির মীমাংসা করার সিদ্ধান্ত নেয় ওবামা প্রশাসন৷ হতাহতদের পরিবারবর্গকে শনিবার আফগানিস্তানের পানজাওয়ালে ডেকে পাঠানো হয় মার্কিন এবং আফগান প্রশাসনের উদ্যোগে৷ সেখানেই তাঁদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে৷

এদিকে, কান্দাহারে শনিবার মাঝরাতে পেট্রলিং এর সময় একটি বোমা হামলায় নিহত হয়েছেন চারজন স্থানীয় পুলিশ, তিনজন জাতীয় পুলিশ কর্মী, এক আইসাফ সেনা এবং একজন আফগান দোভাষী৷ কান্দাহারের আরঘানডাব জেলার প্রশসাক শা মোহাম্মদ এই খবর জানিয়ে বলেন, পুলিশের গাড়িটি পথের ধারে রাখা বোমার বড়মাপের বিস্ফোরণে চূর্ণবিচূর্ণ হয়ে যায়৷ নিহত আইসাফ সেনা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য