1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে আত্মঘাতী হামলা: পুলিশ কমান্ডার, জার্মান সেনা নিহত

২৯ মে ২০১১

নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে বের হয়ে নিরাপত্তাহীনতায় পড়ে মারা গেলেন বৈঠকের সভাপতি উত্তর আফগানিস্তানের পুলিশ প্রধান জেনারেল মোহাম্মদ দাউদ দাউদ৷ আরও নিহত হয়েছেন জার্মানির দুজন ও আফগানিস্তানের তিনজন সেনা৷

https://p.dw.com/p/11Q3B
Afghan security stand outside the provincial governor's compound as smoke is seen rising from inside in Taloqan, Takhar province, north of Kabul, Afghanistan, Saturday, May 28, 2011. The German military says its top commander in Afghanistan was wounded Saturday when a suicide bomber attacked a provincial governor's compound in the north of the country. (AP Photo/Ezatullah Pamir)
গভর্নর কার্যালয়ে ধোঁয়াছবি: AP

তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে৷

হামলার বিস্তারিত

হামলা হয়েছে তাখার প্রদেশের গভর্নরের কার্যালয়ে৷ এই প্রদেশটি সমস্যাসঙ্কুল কুন্দুজ প্রদেশের পাশে অবস্থিত৷ একজন আত্মঘাতী সামরিক পোশাক পরে গভর্নর কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন৷ বৈঠক শেষে যখন সবাই বের হচ্ছিল তখনই বোমার বিস্ফোরণ ঘটে৷ এতে নিহত হয়েছেন মোট ছয়জন৷ আর আহত ১২ জন৷ এর মধ্যে তিন জার্মান সেনা রয়েছেন৷ তবে অল্প আঘাত পেয়ে বেঁচে গেছেন উত্তর আফগানিস্তানে দায়িত্বপ্রাপ্ত ন্যাটোর কমান্ডার জার্মান জেনারেল মার্কুস ক্নাইপ ও তাখার প্রদেশের গভর্নর আব্দুল জব্বার তাকওয়া৷

কেন তালেবানের লক্ষ্য হলেন দাউদ

কারণ একসময় তিনি তালেবানের বিরুদ্ধে লড়তে গঠিত সংগঠন ‘নর্দান এলায়েন্স'এর কমান্ডার ছিলেন৷ এছাড়া যখন তিনি দেশটির প্রধান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি বলেছিলেন মাদক ব্যবসায়ীদের সঙ্গে মিশে তালেবান গোষ্ঠী অপিয়াম ব্যবসায় লাভ করছে৷ ব্রিটিশদের চোখে জেনারেল দাউদ ছিলেন আফগানিস্তানের সবচেয়ে দুর্নীতিমুক্ত একজন লোক৷ সেজন্য তাঁকে একবার তাখার প্রদেশের গভর্নরও বানানো হয়েছিল৷ এছাড়া তিনি ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷ অর্থাৎ পশ্চিমা বিশ্বের কাছে তিনি বেশ পরিচিত এক ব্যক্তি ছিলেন৷ তালেবান তাঁকে লক্ষ্য বানানোর এটাও একটা কারণ৷ কেননা যুক্তরাষ্ট্রের হাতে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে তালেবান তার প্রতিশোধ হিসেবে গত কদিনে বড় বড় হামলা চালিয়েছে৷

জার্মান সরকারের প্রতিক্রিয়া

জার্মান প্রতিরক্ষামন্ত্রী থমাস ডে মাইৎসিয়েরে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ আর আফগানিস্তানে জার্মান সেনাদের সমর্থন যোগাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম