আফগানদের ওপর পাকিস্তানি হ্যাকারদের হামলা
১৭ নভেম্বর ২০২১এক সাক্ষাৎকারে ফেসবুকের সাইবার এসপিওনাজ ইনভেস্টিগেশনের পরিচালক মাইক ডিভিলানস্কি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান৷
মূল অভিযোগ সাইড-কপি নামের পাকিস্তানি এক হ্যাকার গ্রুপের বিরুদ্ধে৷ গ্রুপটিকে আগস্টেই ফেসবুক থেকে সরানো হয়৷
তবে তার আগে যখন আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য পুরোপুরি প্রত্যাহারের শেষ ধাপ চলছে, দ্রুত কাবুলের দিকে এগিয়ে আসছে তালেবান, সাইড-কপি গনি সরকারের ঘনিষ্ট বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে চূড়ান্ত হামলাটা চালাচ্ছিল তখন৷ ফেসবুক এবং কিছু ওয়েবসাইটে নানা ধরনের চটুল খবর এবং সুন্দরী নারীদের ছবি দিয়ে তাদের সঙ্গে সংযোগ ঘটানোর প্রলোভন দেখিয়ে অনেক মানুষকে ফাঁদে ফেলে তারা৷ আকৃষ্ট বা আগ্রহী হয়ে ক্লিক করর পরই তাদের সব তথ্য জেনে যাচ্ছিল হ্যাকাররা৷ এমনকি যে ডিভাইস থেকে আফগানরা ক্লিক করছিলেন, সেগুলোকেও নেয়া হচ্ছিলো নজরদারির আওতায়৷
মাইক ডিলিয়ানস্কি আরো জানান, এমন ঘটনা সম্পর্কে আগাম ধারণা করা মুশকিল হলেও হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি আফগান ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গত আগস্টেই নেয়া হয়েছিল৷
শুধু ফেসবুক নয়, টুইটার, অ্যালফাবেট, গুগল এবং মাইক্রোসফট ক্রপ-ও ঝুঁকিতে থাকা আফগান ব্যবহারকারীদের অ্যাকাউন্ট একযোগে লক করে দেয় তখন৷
সাক্ষাৎকারে আরো জানানো হয়, আগস্টে তীব্রতা বাড়লেও পাকিস্তানি হ্যাকার গ্রুপের হামলা শুরু হয়েছিল গত এপ্রিলের দিকে৷
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আরো তদন্ত এবং আফগানিস্তানে অবস্থানরত নিজেদের কর্মীদের নিরাপত্তার স্বার্থে এতদিন বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া আর কাউকে জানানো হয়নি৷
অক্টোবর মাসে সিরিয়ার দুটি হ্যাকার গ্রুপকেও নিষ্ক্রিয় করেছে ফেসবুক৷ গ্রুপ দুটির নাম সিরিয়ান ইলেক্ট্রিক আর্মি এবং এপিটি-সি-৩৭৷ ইলেক্ট্রিক আর্মি কাজ করে মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে আর এপিটি-সি-৩৭-র প্রধান লক্ষ্যবস্তু ফ্রি সিরিয়ান আর্মি এবং বাশার আল আসাদের বিরোধী শিবিরে যোগ দেয়া সাবেক সেনা সদস্যরা৷
এসিবি/ কেএম (রয়টার্স)