1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতি কার্যকর

১০ অক্টোবর ২০২০

নাগর্নো-কারাবাখ নিয়ে প্রায় দুই সপ্তাহের যুদ্ধের পর অবশেষে সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্তে একমত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া৷ তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত দুই পক্ষই হামলা চালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/3jjF1
মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যস্থতায় দুই দেশের কূটনীতিকরা এই যুদ্ধবিরতিতে রাজি হন৷
ছবি: Russian Foreign Ministry/AP Photo/picture-alliance

শনিবার স্থানীয় সময় দুপুর থেকে বিতর্কিত অঞ্চল নাগর্নো-কারাবাখে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে দুই দেশ৷ মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যস্থতায় দুই দেশের কূটনীতিকরা এই যুদ্ধবিরতিতে রাজি হন৷

২৭ সেপ্টেম্বর থেকে চলা এ যুদ্ধে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন৷ আন্তর্জাতিকভাবে নাগর্নো-কারাবাখ আজারবাইজানের অংশ হলেও অঞ্চলটিতে সংখ্যাগুরু আর্মেনীয়দের বাস৷ আর্মেনীয় সেনা সহায়তায় যুদ্ধের পর ১৯৯৪ সাল থেকে নাগর্নো-কারাবাখ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে৷

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোহরাব মোনাতসাকানিয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েহুন বায়রামোভ এই যুদ্ধবিরতিতে সম্মত হন৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এক বিবৃতিতে বলেন, ‘‘মানবিক কারণে যুদ্ধবন্দি হস্তান্তর এবং মরদেহ স্থানান্তরের জন্য এই যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হয়েছে৷''

লাভরোভ আরো জানান, দুই দেশই আলোচনার মাধ্যমে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে একমত হয়েছে৷

এডিকে/ (এপি, ডিপিএ, রয়টার্স)