আগের চেয়ে বেশি অস্ত্র রাখছেন জার্মানরা
৩ সেপ্টেম্বর ২০১৯জার্মানির রাইনিশে পোস্ট পত্রিকা ১৬টি রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে জার্মানির ছয় লাখ ৪০ হাজার মানুষের গ্যাস পিস্তলের লাইসেন্স রয়েছে৷ গত বছর এর চেয়ে ৩০ হাজার কম মানুষের এই লাইসেন্স ছিল৷ গ্যাস পিস্তল এবং অন্য অস্ত্র সঙ্গে রাখার প্রবণতা মূলত ২০১৪ সালের পর থেকেই বাড়ছে৷ ২০১৪ সালে সারা জার্মানিতে মাত্র দুই লাখ ৬০ হাজার মানুষের কাছে গ্যাস পিস্তলের লাইসেন্স ছিল৷
গ্যাস পিস্তলের পাশাপাশি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার প্রবণতাও বাড়ছে৷ ২০১৮ সালের হিসেব অনুযায়ী জার্মানিতে ৫৪ লাখ মানুষের কাছে রাইফেলের মতো সত্যিকারের আ্গ্নেয়াস্ত্র ছিল৷ ২০১৭ সালের তুলনায় সংখ্যাটি ২৭ হাজার বেশি৷
গ্যাস পিস্তল কী?
গ্যাস পিস্তল দেখতে পিস্তলের মতোই৷ তবে এতে গুলি থাকে না৷ এটা দিয়ে যে কোনো জায়গায় গুলি ছোড়ার মতো বিকট শব্দ করা যায়৷
কেন অস্ত্রের প্রতি আকর্ষণ বাড়ছে?
জার্মান পুলিশদের অন্যতম বড় সংগঠন জিডিপির চেয়ারম্যান অলিভার মালচো জানান, এই প্রবণতা ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে লক্ষ্যনীয় হারে বাড়ছে৷ তিনি মনে করেন, নববর্ষকে স্বাগত জানানোর রাতে কোলন শহরে যে ভয়াবহ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল, তারপর থেকে অনেকেই কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তবে অলিভার মালচো মনে করেন, গ্যাস পিস্তল বা অন্য অস্ত্র রেখে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়৷ তার মতে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রকাশ্য স্থানে পুলিশের উপস্থিতি বাড়ানো দরকার৷
এসিবি/কেএম (কেএনএ, ডিপিএ)