1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগের ইভিএমেই ৫০টি আসনে ভোট গ্রহণ সম্ভব: সিইসি

২৩ ডিসেম্বর ২০২২

বর্তমানে হাতে থাকা ইভিএম মেশিন দিয়েই আগামী সংসদ নির্বাচনের ৫০টি আসনে ভোট গ্রহণ সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল৷

https://p.dw.com/p/4LLrc
ছবি: Abdul Halim

বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বর্তমানে ৫০-৬০টি আসনে ইভিএমে নির্বাচনের সক্ষমতা আমাদের আছে৷ কিছুটা কমও হতে পারে, কারণ আমরা ফিল্ড লেভেলে কোয়ালিটি চেক সম্পূর্ণ করতে পারিনি৷ তবে হাতে থাকা মেশিন দিয়ে নিঃসন্দেহে আমরা ৫০টি আসনে নির্বাচন করতে পারব৷”

এর আগে আগামী সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন৷ সেজন্য আরও প্রায় দুই লাখ ইভিএম কেনার প্রয়োজন৷ তাই আট হাজার কোটি টাকার নতুন প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য পাঠিয়েছে কমিশন৷ 

এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নতুন ইভিএম মেশিন ক্রয়ের জন্য এর মধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং যাছাই বাছাই চলছে৷ তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে৷

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছি৷ বিএনপিকেও একাধিকবার পত্র দিয়েছিলাম, কিন্তু তারা আসতে পারছেন না৷ কারণ তারা স্পষ্টভাবেই আগাম ঘোষণা দিয়েছেন সরকার এবং নির্বাচন কমিশনকে বর্জন করার৷

"আমরা পত্র-পত্রিকা থেকে জানতে পেরেছি, নির্বাচনের আগে তারা একটা নির্বাচনকালীন সরকার চান এবং বর্তমান কমিশনকেও দায়িত্ব থেকে সরে যেতে হবে বলে দাবি জানিয়েছেন তারা৷  "কিন্তু উনাদের প্রতি আমাদের আবেদন একই আছে – আসেন, নির্বাচনে অংশ নেন৷ কারণ সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে৷”

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবলায়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম৷

সিইসি হাবিবুল আউয়াল বিকালে কুয়াকাটা আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন৷

সিইসি তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন৷ বুধবার তিনি মির্জাগঞ্জ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ তিনি শুক্রবার ঢাকা যাবেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য