1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী ডিসেম্বরের ইলেকশনকে বানচাল করতে পারে ক্ষমতাসীনেরা, বললেন আব্দুল গাফ্ফার চৌধুরী

আরাফাতুল ইসলাম১৫ জুলাই ২০০৮

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন চাচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার৷ রাজনৈতিক দলগুলো সরকারের এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে৷ পাশাপাশি মাইনাস টু থেকে ম্যানেজ টু এ রুপ নিয়েছে বর্তমান সরকারের নীতি৷

https://p.dw.com/p/Ed6h
মাইনাস টু থেকে ম্যানেজ টু নীতিতে বর্তমান সরকার (ফাইল ফটো)ছবি: AP/DW

বাংলাদেশের রাজনৈতিক পটভুমির পরিবর্তন প্রসঙ্গে আমরা কথা বলেছি লন্ডনে বসবাসরত রাজনৈতিক বিশ্লেষক আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে৷

বর্তমান সরকার ঠিক কি কারণে উপজেলা বা স্থানীয় নির্বাচন আগে করতে চাচ্ছে? ডয়চে ভেলের এই প্রশ্নের উত্তরে আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, এই সরকার চাচ্ছেন সেই আইয়ুব, জিয়াউর রহমানের কায়দায় একটি স্থানীয় স্বায়িত্বশাসিত সরকারের মাধ্যমে নিজস্ব ভিত্তি তৈরি করতে৷ এটা সফল হলে তারা পরবর্তীতে ইচ্ছামত একটি আধা সিভিল, আধা মিলিটারী সরকার প্রতিষ্ঠা করতে পারবে৷

রাজনৈতিক দলগুলোর উপজেলা নির্বাচন বিরোধী মনোভাব প্রসঙ্গে গাফ্ফার চৌধুরী বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার৷ সংবিধানে তাদের দায়িত্বটা স্পষ্ট করে দেয়া আছে৷ তারা আসবেন এবং তিনমাসের মাথায় জাতীয় নির্বাচনের আয়োজন করবেন৷ কিন্তু এই সরকার বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে গত দু বছর ক্ষমতায় আছেন৷ এবং যে দায়িত্ব তাদের নেই সেগুলোও তারা জনগনের বিরোধীতা এবং আপত্তি সত্ত্বেও করছেন৷

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো তাদের অতীতের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে যে কোন সত্‌ বুদ্ধি থেকে এই সরকার স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করেনি৷ তারা অসত্‌ বুদ্ধি থেকে এটা করছেন৷

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন প্রসঙ্গে গাফ্ফার চৌধুরী বলেন, আমার একটা ধারণা বর্তমান ক্ষমতাসীনেরা ইলেকশনের আগে কোন একটা অরাজকতা সৃষ্টি করবেন৷ এবং করে আওয়ামী লীগসহ গণতান্ত্রিক দলগুলোর ঘাড়ে দোষ চাপিয়ে বলবেন যে এই বিপর্যয়কর মুহুর্তেতো ইলেকশন দেয়া যাচ্ছে না, আমাদের আরো সময় দরকার৷ এভাবে ডিসেম্বরের ইলেকশনটাকে বানচাল করার চেষ্টা করবেন৷