1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএল'এ আজ মাঠে নামছে সাকিবের দল

৫ এপ্রিল ২০১২

পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'এর৷ আজ বৃহস্পতিবার মাঠে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স৷ ইডেন গার্ডেনে তাদের মুখোমুখি হবে দিল্লি ডেয়ার ডেভিলস৷

https://p.dw.com/p/14XlN
ছবি: AP

আইপিএল'এর গত আসরে ৭ ম্যাচে ওভারপ্রতি মাত্র ৬.৮৬ রান দিয়ে ১১ উইকেট নিয়েছিলেন সাকিব৷ অবশ্য ব্যাট হাতে ততটা সফলতা দেখাতে পারেননি তিনি৷ সাকিব ছাড়াও এবার আইপিএল'এ খেলছে বাংলাদেশের আরেক খেলোয়াড় তামিম ইকবাল৷ তিনি নাম লিখিয়েছেন পুনে ওয়ারিয়র্সে৷ আগামীকাল শুক্রবার তাদের খেলা রয়েছে৷

Ehemaliger Cricket Spieler Shane Warne, India
জমে উঠছে আইপিএল আসরছবি: dapd

মঙ্গলবার রাতে আইপিএল এর পঞ্চম আসরের উদ্বোধন হয়৷ জামজমকপূর্ণ এই অনুষ্ঠানে বলিউড তারকা ছাড়াও অংশ নেন কেটি পেরির মতো আন্তর্জাতিক তারকাও৷

মোট ৯টি দল এবার অংশ নিচ্ছে আইপিএল'এ৷ এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে এবারও হট ফেবারিট ধরা হচ্ছে৷ প্রতিযোগিতার প্রাথমিক পর্বে নয়টি দল একে অন্যের মুখোমুখি হবে দুবার করে৷ ফলে মোট ম্যাচ হবে ৭২টি৷ প্রাথমিক পর্ব শেষ হবে ২০ মে৷ আর ফাইনাল হবে ২৭ মে৷

আইপিএল'এ সেমিফাইনাল বলে কোনো খেলা নেই৷ এর বদলে ফাইনালিস্ট নির্ধারণের জন্য আছে অন্য এক পদ্ধতি৷ সেটা হচ্ছে, প্রাথমিক পর্ব শেষে শীর্ষ দুই দল নিজেদের মধ্যে মুখোমুখি হবে৷ এতে যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে৷ আর পরাজিত দলকে ফাইনালে যেতে খেলতে হবে আরও একটি ম্যাচ৷ সেটা হবে, প্রাথমিক পর্ব শেষে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটো দলের মুখোমুখিতে যে জিতবে, তার সঙ্গে৷ আর এই খেলায় যে জিতবে সে ফাইনাল খেলবে৷

প্রতিবেদন: জাহিদুল হক, এপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য