1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএমএফের প্রধান কে হবেন? লাগার্দ নাকি কার্স্টেনস

১০ জুন ২০১১

আইএমএফের প্রধানের পদে আসীন হতে বেশ কিছু মনোনয়ন জমা পড়েছে৷ তবে এগিয়ে রয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্দ৷

https://p.dw.com/p/11Xsg
ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্দছবি: dapd

সাবেক আইএমএফের প্রধান দোমিনিক স্ট্রোস কান তার পদটি ছেড়ে দেয়ার পরই পরবর্তী ‘বস' হতে মনোনয়ন পত্র জমা পড়তে থাকে৷ মেক্সিকো সেন্ট্রাল ব্যাংকের প্রধান আগুস্টিন কার্স্টেনস তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ তিনি একসময় আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন৷ এই সংস্থায় কাজ করার অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন৷ এছাড়া তিনি মেক্সিকোর অর্থমন্ত্রী হিসেবেও কাজ করেছেন৷ তাই তাঁর পাল্লাটাও কিছুটা ভারি৷

৫৫ বছর বয়স্ক লাগার্দ যদি আইএমএফের প্রধান হিসেবে নির্বাচিত হন তাহলে আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান হিসেবে তিনিই হবেন প্রথম মহিলা৷ তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তার শুনানি শুরু হয়েছে আজ৷

বলা প্রয়োজন, আইএমএফের প্রধানের পদে সবসময়ই ইউরোপীয়দের দেখা গেছে৷ উন্নয়নশীল দেশগুলো থেকে এখন পর্যন্ত কাউকে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়নি৷

বার্তা সংস্থা এএফপিকে কার্স্টেনস জানান, ‘‘শুধু ইউরোপীয়রা এই পদে আসীন হবে – আমরা এর পরিবর্তন দেখতে চাই৷'' তিনি আরো বলেন,‘‘আমি যদি নির্বাচিত হই তাহলে তা শুধু মেক্সিকোর জন্যই একটি বিজয় হবে না উন্নয়শীল দেশগুলোর জন্য তা হবে বিশাল এক জয়৷'' যোগ্যতা প্রমাণ করতে ইউরোপের অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন,‘‘ দক্ষিণ অ্যামেরিকা কেন ইউরোপের এই অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না?''

Mögliche Nachfolger für DSK NO FLASH
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় প্রথমে ছিল ৮টি নাম – এর মধ্যে টিকে রয়েছেন লাগার্দ (উপরে, বামে), ট্রেভর মানুয়েল (দ্বিতীয় সারি, বাম থেকে দ্বিতীয়), আগুস্টিন কার্স্টেনস (দ্বিতীয় সারি, বাম থেকে তৃতীয়)ছবি: picture alliance/dpa

লাগার্দ এবং কার্স্টেনস দু'জনেই এশিয়া সফর করছেন৷ ভারতের সমর্থন আদায় করতে কার্স্টেনস এখন ভারতে, কথা বলবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে৷ আগামী সপ্তাহে তিনি যাবেন ওয়াশিংটনে৷

লাগার্দ গতকাল চীন সফর করেছেন৷ আজ যাবেন লিসবনে৷ এরপর তার সফরসূচিতে রয়েছে সৌদি আরব এবং মিশর৷

এছাড়া আর কে কে রয়েছেন প্রার্থী হিসেবে? রয়েছেন কাজাখস্তানের সেন্ট্রাল ব্যাংক-এর প্রধান ৫২ বছর বয়স্ক গ্রিগরি মারচেঙ্কো৷ তিনি সমর্থন পেয়েছেন রাশিয়া, চীন এবং ভারতের৷ তবে লাগার্দের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে৷

আরো রয়েছেন দক্ষিণ আফ্রিকার ৫৫ বছর বয়স্ক সাবেক অর্থমন্ত্রী ট্রেভর মানুয়েল৷ বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন পরিকল্পনা মন্ত্রী হিসেবে৷

১৭ই জুন আনুষ্ঠানিকভাবে আইএমএফ জানাবে প্রার্থীদের তালিকায় কারা রয়েছে৷ ৩০শে জুনের মধ্যে জানা যাবে আইএমএফের নতুন প্রধান কে হবেন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য