1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

অ্যামেরিকায় দাবানল, মৃত দুই, আগুন ছড়াচ্ছে

১৫ এপ্রিল ২০২২

দক্ষিণ-পশ্চিম অ্যামেরিকার নিউ মেক্সিকোতে দাবানলে মারা গেলেন দুইজন। বহু বাড়ি দাবানলের গ্রাসে। দ্রুত আগুন ছড়াচ্ছে।

https://p.dw.com/p/49yhJ
অ্যামেরিকায় নিউ মেক্সিকোতে দাবানল জ্বলছে। ছবি: Alexander Meditz/AP/picture alliance

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, দাবানলের বলি হয়েছেন এক বয়স্ক দম্পতি। তারা বাড়ি ছেড়ে পালাতে গেছিলেন। কিন্তু পারেননি।  তাদের বাড়ি পুড়ে গিয়েছে। তারাও বাঁচতে পারেননি। রাজ্যের বহু শহরই দাবানলের গ্রাসে পড়েছে।

লিংকন ন্যাশনাল ফরেস্টের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার দমকল বাহিনী রুইডোসো শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শহর ছেড়ে অন্ততপক্ষে পাঁচ হাজার মানুষ পালিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দাবানলের গ্রাসে পড়ে এই শহর। তারপর আগুন লেগে অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এই শহর ছাড়াও আরো অন্তত ছয় জায়গায় দাবানল জ্বলছে।

দাবানলের গ্রাসে বাড়ি।
দাবানলের গ্রাসে বাড়ি। ছবি: Alexander Meditz/AP/picture alliance

দাবানলের তাণ্ডব

ম্যাকব্রাইডে আগুনে অন্ততপক্ষে দুইশ বাড়ি পুড়ে গেছে। পাঁচ হাজার ৭৩৬ হেক্টরের বনভূমি পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে।

মেক্সিকোতে দাবানল নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গবেষকরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

জিএইচ/এসজি (রয়টার্স, এপি, এএফপি)