1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের সমাপনী

১২ আগস্ট ২০১২

অলিম্পিকের পর্দা নামতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে৷ তার সমাপনী নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা৷ এদিকে তারেক-মিশুক স্মরণে নির্মিত হচ্ছে স্মারক স্থাপনা৷

https://p.dw.com/p/15oLb
ছবি: picture-alliance/dpa

অলিম্পিকের উদ্বোধনীর জমকালো মুহুর্তগুলো দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলো৷ তবে সমাপনী নিয়ে কিন্তু আগেভাগে কোন কিছু জানাচ্ছেন না আয়োজকরা৷ কারণ দর্শকদের চমকে দিতে চান লন্ডন অলিম্পিকের কর্তারা৷ তবে মিডিয়া তো আর বসে নেই৷ তারা এই সমাপনী নিয়ে নানা খোঁজ খবর ইতিমধ্যেই নিতে শুরু করেছে৷ বড় বড় তারকাদের আগমন যে ঘটবে সেটা বোঝাই যাচ্ছে৷ স্পাইস গার্লস কন্যাদের নাকি নতুন করে দেখা যাবে এই সমাপনীতে৷ কয়েক বছর ধরে আর এই মশলাদার তন্বীদের একসঙ্গে দেখা যাচ্ছে না৷ তবে লন্ডন অলিম্পিক আবারও তাদের নাকি হাজির করছে, এমন খবর দিচ্ছে নানা সংবাদ মাধ্যম৷ এছাড়া তাদের সঙ্গে থাকছেন আরেক ইংরেজ পপ তারকা জর্জ মাইকেল, ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য হু' আর ওয়ান ডিরেকশন৷ অলিম্পিক শেষে দর্শকরা যেন মনে তৃপ্তি নিয়ে ফিরে যেতে পারেন সেজন্য প্রস্তুতিতে কমতি নেই আয়োজকদের৷ ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান' তাই এবারের লন্ডন আসরের নাম দিয়েছে ফিলগুড গেমস৷

তারেক মাসুদ স্মরণে স্থাপনা

Der Regisseur Tareq Masud und Mishuk Munier
১৩ আগস্ট তাদের প্রথম মৃত্যুবার্ষিকীছবি: DW/Samir Kumar Dey

গত বছরের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ৷ তার সঙ্গে প্রাণ হারান আরেক চিত্রগ্রাহক সাংবাদিক মিশুক মুনীর৷ এই দুজনকে স্মরণ করতে একটি স্মারক স্থাপনা নির্মাণ করা হবে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই স্মারক স্থাপনা নির্মাণ করা হবে৷ এর ডিজাইন করেছেন চিত্রশিল্পী ঢালী আল মামুন৷ তিনি জানান, যে গাড়িটিতে দুর্ঘটনা ঘটেছিলো সেই গাড়িকে কেন্দ্র করে একটি স্মারক স্থাপনা তৈরির দায়িত্ব দেয়া হয় তাঁকে৷ এদিকে তারেক-মিশুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে তারেক-মিশুক স্মৃতি পর্ষদ৷ এর মধ্যে রয়েছে কবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, স্মৃতিফলক উন্মোচন৷ এছাড়া ১৩ আগস্ট রাজধানী থেকে দুর্ঘটনাস্থল ফরিদপুরের ভাঙ্গা অভিমুখে যাত্রা শুরু হবে৷

উল্লেখ্য, গত বছর এই জায়গাতেই দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ৷

আরআই/জেডএইচ (রয়টার্স, বিডিনিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য