1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক কৌশলকে পুঁজি করেই বিতর্কে ওবামা-ম্যাককেইন

হাফসা হোসাইন১৫ অক্টোবর ২০০৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকী মাত্র তিন সপ্তাহ৷ চূড়ান্ত নির্বাচনের আগে বুধবার শেষবারের মতো টিভি বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রার্থী জন ম্যাককেইন ও বারাক ওবামা৷

https://p.dw.com/p/FaUk
ম্যাককেইন-ওবামাছবি: AP

ধারণা করা হচ্ছে অর্থনৈতিক কৌশলকে পুঁজি করেই বিতর্কের লড়াইয়ে নামবেন তাঁরা৷

নিউ ইয়র্কের হোফস্ট্রা ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় তৃতীয় ও শেষবারের মতো সরাসরি টিভি বিতর্ককে রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকে৷ কারণ এরই মধ্যে জনপ্রিয়তার দৌঁড়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ওবামা৷ নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের জনমত জরিপে দেখা গেছে, ওবামার প্রতি সমর্থন রয়েছে ৫৩ শতাংশ আর ম্যাককেইনের প্রতি ৩৯ শতাংশ মার্কিনীর সমর্থন৷ এছাড়া প্রতিদিনের জরিপেও ৫ থেকে ৯ পয়েন্ট এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী৷ পুরুষ ও স্বতন্ত্র্ ভোটারদেরও নজর কেড়েছেন তিনি৷

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী প্রচারণায় ওবামাকে যে কায়দায় আক্রমন করছেন ম্যাককেইন তা উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে তাঁর উপরই৷ তাছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসেবে সারাহ প্যালিনকে বেছে নেয়ায় বিষয়টি পছন্দ করছে না অনেকে৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এসব কারণেই জনপ্রিয়তার পাল্লা ভারি হয়ে উঠছে ওবামার দিকে৷ তাই সবকিছু ছাপিয়ে নিজের অবস্থান আবারো শক্ত করতে এবারের বিতর্কে ভালো পারফর্মেন্স ম্যাককেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের কৌশল নিয়ে একে অপরের প্রতি বাক্যবাণ ছুঁড়বেন দুই বাক যোদ্ধা৷ নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাবও পেশ করেছেন তাঁরা৷ কর আরো কম করতে চান ম্যাককেইন৷ শেয়ার ধসে আক্রান্ত অবসরপ্রাপ্তদের সাহায্যের জন্য অতিরিক্ত ৫২ বিলিয়ন ডলার চান তিনি৷ অন্যদিকে, কর্ম সংস্থানের সুযোগ বাড়াতে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত জরুরি প্যাকেজ চান ওবামা৷

ম্যাককেইন বলছেন, গত ৮ বছরে যে হারে খরচ হয়েছে আগামী ৪ বছরে তা কমিয়ে অর্থনীতিকে আবারো শক্ত অবস্থানে নিতে পারবেন তিনিই৷ তবে ওবামার আশংকা, বুশের ব্যর্থ নীতিরই ধারাবাহিকতায় কাজ করবেন ম্যাককেইন৷ তাই এই দুর্যোগে ডেমোক্র্যাটরাই সঠিকভাবে কাজ করতে পারবে বলে দাবি তাঁর৷ বলছেন, গত ৮ বছরের কৌশলে পরিবর্তন আনার সময় এখনই৷

মার্কিন অর্থনীতি যখন চরম সংকটে এই অবস্থাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচন৷ অর্থনীতি নিয়ে সাধারণ মার্কিনীদেরও দুশ্চিন্তার শেষ নেই৷ নিউ ইয়র্ক টাইমসের জরিপে বেরিয়ে এসেছে, শতকরা ৮৫ শতাংশ মার্কিনীই মনে করে, দেশ ভুল পথে এগোচ্ছে৷ আর এ অবস্থায় সরকারের উপর আস্থা নেই ৮০ শতাংশেরই৷ তবে অতশত হিসেব নিকেশের পরও মার্কিনীরা পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেয়, এখন তারই অপেক্ষায় বিশ্ববাসী৷