1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাকসিন নিশ্চিতে অর্থ সহায়তার আহ্বান ম্যার্কেলের

২২ নভেম্বর ২০২০

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ধনী রাষ্ট্রগুলোকে অধিক অর্থ সহায়তা দিয়ে অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/3lflg
আঙ্গেলা ম্যার্কেল
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: Guido Bergmann/picture alliance

করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বনেতাদের একসাথে কাজ করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি৷

উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে দেওয়া বক্তব্যে জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘করোনা মহামারি ঠেকাতে আরো অনেক কিছুই করতে হবে৷ এক্ষেত্রে জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে একসাথে কাজ করতে হবে৷''

করোনা ভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন৷ জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন৷ প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব৷

সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনার প্রত্যাশা থাকলেও করোনাভাইরাস মোকাবেলার কৌশল ও এ বিষয়ে উন্নত দেশগুলোর ভূমিকাই বেশি গুরুত্ব পেয়েছে৷ 

তার আগে জি-২০ সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয় আলোচনায় আনার দাবি জানিয়ে অনলাইন ফোরামের আয়োজন করেন মানবাধিকার কর্মীরা৷ সাংবাদিক জামাল খাসগজি হত্যাসহ সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য বিষয়গুলো আলোচনায় আনার দাবি জানিয়েছিল তারা৷

এদিকে সম্মেলনে দেওয়া বক্তৃতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, ‘‘কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে৷ এ পরিস্থিতি সামলাতে প্রয়োজন আন্তর্জাতিক ঐক্য ও সদিচ্ছা৷’’

সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় জি-২০ নেতাদের কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

আরআর/এআই (এএফপি, রয়টার্স)