1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটো রিক্সা চালকদের ভদ্র আচরণের প্রশিক্ষণ দেবে ভারতের পর্যটন মন্ত্রণালয়

১৬ সেপ্টেম্বর ২০০৯

ভারতের পর্যটন মন্ত্রণালয় আগামী বছরের কমনওয়েলথ গেমস এর আগে রাজধানী নতুনদিল্লিতে অটো রিক্সা চালকদের ভদ্র ও শিষ্ট আচরণের প্রশিক্ষণ দেবে৷ বুধবার একটি সংবাদপত্রের খবরে এ কথা জানা গেছে৷

https://p.dw.com/p/JiH7
প্রস্তুতি চলছে (ফাইল ফটো)ছবি: AP

কমনওয়েলথ গেমস উপলক্ষ্যে এক লাখেরও বেশি বিদেশী নতুনদিল্লিতে আসবেন বলে আশা করা যাচ্ছে৷ নতুনদিল্লি তাঁদেরকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ শহরটি তার প্রধান গ্লোবাল লক্ষ্য অর্জনে এই আন্তর্জাতিক সমাবেশকে কাজে লাগাবে বলে আশা করছে৷

ডিএনএ সংবাদপত্রের খবরে বলা হয়েছে যে, এক কর্মসূচির অধীনে আড়াই হাজার ট্যাক্সি ড্রাইভারকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ এর অধীনে রয়েছে কথ্য ইংরেজী শেখা, ফার্স্ট এইড, সড়ক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা৷ সংবাদপত্রের খবরে আরো বলা হয়েছে, আট হাজারেরও বেশি অটো রিক্সা চালককে আগামী এক বছর প্রশিক্ষণ দেয়া হবে৷ পর্যটন সচিব সুজিৎ ব্যানার্জী সংবাদপত্রটিকে বলেন, এ দেশে পর্যটন শিল্পকে যদি সফল হতে হয় তাহলে পর্যটন পরিষেবার উন্নতি ঘটাতে হবে৷ ট্যাক্সি ড্রাইভার এবং অটো রিক্সা চালকদের আচরণের উন্নতি করতে হবে৷ কারণ এঁদের সাথেই বিদেশিদের প্রথম যোগাযোগ হয়ে থাকে৷

সাধারণতঃ এঁদের কাছ থেকে প্রথম যে ইম্প্রেশন পাওয়া যায় সেটাই হল শেষ ইম্প্রেশন৷ আমরা বিদেশীদের কাছে ভারতের যে ভাবমূর্তি খাড়া করতে চাই তার অনেকটা নির্ভর করে এই ট্যাক্সি ড্রাইভার ও অটো রিক্সা চালকদের ব্যবহারের ওপর৷ কেননা এঁরাই প্রথম বিমান বন্দর বা রেলওয়ে স্টেশন থেকে বিদেশীদের গন্তব্যস্থলে পৌঁছে দেন৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক