অটো রিক্সা চালকদের ভদ্র আচরণের প্রশিক্ষণ দেবে ভারতের পর্যটন মন্ত্রণালয়
১৬ সেপ্টেম্বর ২০০৯কমনওয়েলথ গেমস উপলক্ষ্যে এক লাখেরও বেশি বিদেশী নতুনদিল্লিতে আসবেন বলে আশা করা যাচ্ছে৷ নতুনদিল্লি তাঁদেরকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ শহরটি তার প্রধান গ্লোবাল লক্ষ্য অর্জনে এই আন্তর্জাতিক সমাবেশকে কাজে লাগাবে বলে আশা করছে৷
ডিএনএ সংবাদপত্রের খবরে বলা হয়েছে যে, এক কর্মসূচির অধীনে আড়াই হাজার ট্যাক্সি ড্রাইভারকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ এর অধীনে রয়েছে কথ্য ইংরেজী শেখা, ফার্স্ট এইড, সড়ক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা৷ সংবাদপত্রের খবরে আরো বলা হয়েছে, আট হাজারেরও বেশি অটো রিক্সা চালককে আগামী এক বছর প্রশিক্ষণ দেয়া হবে৷ পর্যটন সচিব সুজিৎ ব্যানার্জী সংবাদপত্রটিকে বলেন, এ দেশে পর্যটন শিল্পকে যদি সফল হতে হয় তাহলে পর্যটন পরিষেবার উন্নতি ঘটাতে হবে৷ ট্যাক্সি ড্রাইভার এবং অটো রিক্সা চালকদের আচরণের উন্নতি করতে হবে৷ কারণ এঁদের সাথেই বিদেশিদের প্রথম যোগাযোগ হয়ে থাকে৷
সাধারণতঃ এঁদের কাছ থেকে প্রথম যে ইম্প্রেশন পাওয়া যায় সেটাই হল শেষ ইম্প্রেশন৷ আমরা বিদেশীদের কাছে ভারতের যে ভাবমূর্তি খাড়া করতে চাই তার অনেকটা নির্ভর করে এই ট্যাক্সি ড্রাইভার ও অটো রিক্সা চালকদের ব্যবহারের ওপর৷ কেননা এঁরাই প্রথম বিমান বন্দর বা রেলওয়ে স্টেশন থেকে বিদেশীদের গন্তব্যস্থলে পৌঁছে দেন৷
প্রতিবেদক: আবদুস সাত্তার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক