1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ষাঁড়ের লড়াই শিল্পের স্বীকৃতি পেয়ে গেল স্পেনে

১৪ নভেম্বর ২০১০

ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই বা বুলফাইটার মাতাদোর৷ জীবন বাজি রেখে এই খেলা আসলে শুধুই খেলা নয়, এ এক শিল্প৷ মাতাদোররা এতদিনে তাঁদের এই খেলার সাংস্কৃতিক স্বীকৃতি পেতে চলেছেন৷

https://p.dw.com/p/Q8GA
শতাব্দপ্রাচীন এই খেলা যথেষ্ট বিপদজনক৷ছবি: AnimaNaturalis

মাদ্রিদ আর কাতালোনিয়া, স্পেন৷ শতাব্দের পর শতাব্দ ধরে এই কাতালোনিয়া আর মাদ্রিদে চলে আসছে মরণপণ করা ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই৷ বুলফাইটিং৷ শক্তসমর্থ চেহারার যুবক বিশেষ চামড়ার পোশাক পরে, মাথায় উঁচু টুপি চড়িয়ে, হাতে একটা লাল কাপড় আর সরু লিকলিকে স্টিলেটো তলোয়ার নিয়ে দারুণ স্বাস্থ্যবান তেজি খ্যাপা ষাঁড়ের মোকাবিলা করছে৷ তাদের ঘিরে রয়েছে গ্যালারি ভর্তি দর্শক৷ চরম উত্তেজনা, অসম্ভব ক্ষিপ্রতা, দারুণ পৌরুষ, একটু অসাবধান হলেই ষাঁড়ের শিং-এর গুঁতোয়, নাহলে তার বিশাল শরীরের চাপে মৃত্যুর আশঙ্কা, সব মিলিয়ে এ এক দুরন্ত বীর্য, সাহস আর পুরুষালি খেলা৷ যে খেলা শেষ হয় ষাঁড়ের মৃত্যুতে৷

এই খেলারই এবার সাংস্কৃতিক স্বীকৃতি পেতে চলেছে স্পেনের বিখ্যাত মাতাদোররা৷ বহু শতাব্দ প্রাচীন এই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খেলা এতদিন কোনরকমের সরকারি স্বীকৃতি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছিল৷ কিন্তু এবার থেকে স্পেন সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতায় চলে গেল এই বুলফাইটিং বা ষাঁড়ের লড়াই৷ স্পেনের বর্তমান সংস্কৃতিমন্ত্রী আলফ্রেডো পেরেজ রুবালকাবার সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন শীর্ষ মাতাদোররা৷ মন্ত্রীর সম্মতিও মিলে যায়৷ পরে স্পেনের বিখ্যাত মাতাদোরদের অন্যতম কাইতানো রিভেরা ওডোনেজ জানান, সংস্কৃতিমন্ত্রী রাজি হয়েছেন৷ অচিরেই এই খেলাকে শিল্প হিসেবে গণ্য করা হবে৷ এর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে সরকার৷

Stierkampfgegner vor dem Guggenheim Museum in Bilbao
পশুপ্রেমীদের প্রতিবাদ কাতালোনিয়ায়৷ ষাঁড়ের আকৃতির মানবশৃঙ্খলের মাধ্যমে৷ছবি: AP

তবে মাতাদোররা এই খেলাকে শিল্প হিসেবে দাবি করলেও বিতর্ক রয়েছে অন্য বিষয়ে৷ তা হল পশু অধিকারের বিতর্ক৷ পশুপ্রেমীদের সংগঠন দীর্ঘদিন ধরে নৃশংস উপায়ে ষাঁড় হত্যার বিরোধীতা করে আসছে৷ বুলফাইটিং-এর বিরুদ্ধে ১,৮০,০০০ মানুষের সই সংগ্রহ করে তারা কাতালোনিয়ায় নিষিদ্ধ করতে সফল হয়েছে ষাঁড়ের লড়াই৷ মাদ্রিদেও আপত্তি রয়েছে বহু স্পেনীয় নাগরিকের৷ কিন্তু মাতাদোরদের দাবি, স্পেনের বহু শতাব্দ প্রাচীন এই ঐতিহ্যকে তারা বাঁচিয়ে রাখবে৷ যে কারণে, জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকায় বুলফাইটিংকে জায়গা করে দেওয়ার আবেদনও করেছে মাতাদোররা৷ এখন সংস্কৃতিমন্ত্রকের সমর্থন পাওয়ার পর তাদের কাজ কিছুটা সহজ হবে বলেই ধারণা করছে মাতাদোরদের সংগঠন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম