1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ম প্রচারে স্কেট বোর্ডিং

১৯ আগস্ট ২০১০

সেলিব্রেটিরা স্বাভাবিকভাবেই সবসময় আলোচনায় উঠে আসে৷ কিন্তু কোনো ধর্মযাজক সে জায়গায় উঠে এসেছে, এমনটি এর আগে দেখা যায়নি৷ যেমনটি দেখা যাচ্ছে হাঙ্গেরির এক ধর্মযাজকের বেলায়৷

https://p.dw.com/p/OrF5
স্কেট বোর্ডিং নিয়ে ধর্ম প্রচারে নেমেছেন হাঙ্গেরির ধর্মযাজকছবি: AP

রোমান ক্যাথলিক এই ধর্ম যাজক, যিনি কিনা স্কেট বোর্ডিং নিয়ে ধর্ম প্রচারে নেমেছেন৷ ইউটিউবে এখন সবচেয়ে বেশি দেখা হচ্ছে অভিনব কায়দায় তাঁর এই ধর্ম প্রচারের ভিডিও৷

পঁয়তাল্লিশ বছর বয়সী এই ধর্ম যাজকের নাম রেভারেন্ড জোলতান লেন্ডভোই৷ স্লোভেনিয়ার সঙ্গে হাঙ্গেরির সীমান্ত এলাকার ছোট্ট একটা গ্রামে তার বাস৷ আর এতদিন সেখান থেকেই ধর্ম প্রচার চালিয়ে আসছিলেন তিনি৷ তিনি বিশ্বাস করেন, স্কেটিং বোর্ডের মাধ্যমে তরুণ-তরুণীদের সৃষ্টিকর্তার পথে নিয়ে আসা যেতে পারে৷ তাই বেছে নিয়েছেন অভিনব এই কায়দা৷ ইউটিউবের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি স্কেটিং বোর্ডে করে ঘুরছেন৷ প্রায় দু'লাখ মানুষ এরই মধ্যে ইউটিউবে মজার এই দৃশ্যটি দেখেছেন৷ এখন ভিডিওটির সঙ্গে যোগ করা হয়েছে মিউজিকও৷

Priesterseminar der Priesterbruderschaft St. Pius X in Argentinien
মানুষকে সৃষ্টিকর্তার পথে নিয়ে আসতে অভিনব এই কায়দাছবি: AP

লেন্ডভোই বলছেন, এ ধরণের কৌশল তাঁর মাথায় হঠাৎ করে আসেনি৷ তিনি অনুসরণ করছেন ইটালির উনিশ শতকের ধর্মযাজক ও শিক্ষক সেন্ট জন বোসকোকে৷ যিনি খেলার মধ্য দিয়ে গরীব তরুণ-তরুণীদের শিক্ষিত করে তোলার কাজে জীবনকে উৎসর্গ করেছিলেন৷

বার্তা সংস্থা রয়টার কে বললেন, ‘‘অনেকদিন থেকেই ভেবেছি, একমাত্র এই পথেই আমি একসঙ্গে অনেক মানুষকে সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে আসতে পারি৷''

লেন্ডভোই'এর বয়স যখন ১৪ ছিলো, স্কুলে পড়তেন, তখন প্রথম স্কেট বোর্ডিং শিখেছিলেন৷ কিন্তু এর অনেক বছর পর তিনি হাঙ্গেরির উত্তর-পশ্চিমের শহর করমেন্ড'এ ধর্ম প্রচারের জন্য জন্য স্কেট বোর্ডিং করছেন৷ মনে করছেন, এর মধ্য দিয়ে তরুণদেরকে আকৃষ্ট করতে পারছেন তিনি৷

ষোলো ও আঠারো বছর বয়সী তিনজন ছেলের কথা তিনি বলেছেন , যারা আগে কখনও গির্জায় আসতো না৷ কিন্তু তিনি যখন তাদেরকে স্কেট বোর্ডিং করার কিছু ছলচাতুরি শিখিয়ে দিয়েছেন৷ তারপর থেকে তারা প্রত্যেক দিনই গির্জায় আসছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন