1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যাশনের নাচ ট্যাঙ্গো এখন বিশ্বের মানচিত্রে

১৯ আগস্ট ২০১০

খোলা আকাশের নিচে সারি দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই৷ যদি প্যাশনের নাচের টিকিটটা পাওয়া যায়! আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরেস এ চলছে বিশ্ব ট্যাঙ্গো প্রতিযোগিতা৷ ৩১ আগস্ট এখানেই হবে চূড়ান্ত প্রতিযোগিতা৷

https://p.dw.com/p/OrEx
ট্যাঙ্গো প্যাশনের নাচছবি: AP

বিশ্বের নানা প্রান্ত থেকে আসা জুটিদের ট্যাঙ্গো নাচের সেই প্রতিযোগিতা দেখার জন্য ফ্রি টিকিট পেতে এভাবেই ভিড় করেছেন হাজার হাজার মানুষ৷ ‘দু'টো টিকিট পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে৷ কিন্তু এর যে মূল্য, তার কাছে এই অপেক্ষা করাটা কিছুই না৷' বার্তাসংস্থা এএফপি'কে এ কথাই বলছিলেন মধ্যবয়সী এক মহিলা, কার্লস৷ তিনিও টিকিট পেতে অপেক্ষমান সেই সারিতেই দাঁড়িয়ে তাঁর বোনের সঙ্গে অপেক্ষা করছিলেন৷ অপেক্ষার ফল ওই ট্যাঙ্গোর টিকিট৷

Argentinen Tango Weltmeisterschaft in Buenos Aires
এবছর আর্জেন্টিনা আর অন্যান্য দেশ থেকে মোট চারশ' জুটি অংশ নেয়ছবি: AP

১৬ বছরের আর্জেন্টিনিয় কিশোরী চেসলিয়া৷ রাস্তায় ওর শিক্ষকের সঙ্গে ট্যাঙ্গো নাচছে৷ ‘এই নাচের আচ্ছন্নতা আর মাদকতাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার৷' চেলসিয়া বলছিল, ‘এই নাচ আমাদের সংস্কৃতির সঙ্গে আলাপ করিয়ে দেয়৷ ট্যাঙ্গো নাচতে আমি ভালোবাসি৷ ভালো লাগার জন্যও যে কেউই এটা নাচতে পারে৷'

ইউনেস্কো'র বিশ্বব্যাপী অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে ট্যাঙ্গো গত বছরেই তার নিজের পাকা জায়গা করে নিয়েছে৷ ২০০৯ সালে আর্জেন্টিনিয়দের রেকর্ড ভেঙ্গে এই প্রতিযোগিতার প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন জাপানের এক জুটি৷ এবছরে আর্জেন্টিনা আর অন্যান্য দেশ থেকে মোট চারশ' জুটি অংশ নিয়েছেন এই নাচে৷ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ক্রমাগত নেচে চলেছে জুটির পর জুটি৷ আর বাতাসে ছড়িয়ে পড়ছে ট্যাঙ্গোর সুরেলা সোপ্রানোর মধুর ধ্বনিতরঙ্গ৷

Tango Por Dos photocall Fotoprobe in London
কাঠের তৈরি মেঝেতে উঁচু জুতো পায়ে দিয়ে এই নাচে নারী পুরুষ প্রকাশ করে পরস্পরের প্রতি প্রেমছবি: picture-alliance/dpa

ট্যাঙ্গো প্যাশনের নাচ৷ কাঠের তৈরি মেঝেতে উঁচু জুতো পায়ে দিয়ে এই জুড়ি বেঁধে নাচের মধ্য দিয়ে নারী পুরুষ প্রকাশ করে পরস্পরের প্রতি প্রেম৷ তাই, ভালোবাসা প্রকাশের মাধ্যম হচ্ছে ট্যাঙ্গো৷ যার জন্ম ল্যাটিন অ্যামেরিকায় হলেও ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে৷ এমনকী বছরের বেশির ভাগ সময়ে বরফ দিয়ে মোড়া ইউরোপের যে দেশটি, সেই ফিনল্যান্ডেও জনপ্রিয় আইস ট্যাঙ্গো৷ যে ট্যাঙ্গো আরও বেশি রোম্যান্টিক হয়ে ওঠে শীতল শাদা বরফের ওপর প্যাশনের কাছাকাছি উত্তাপে....

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়