1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রসফায়ার বন্ধের আহবান মহাশ্বেতা দেবীর

২৩ মার্চ ২০১০

বাংলাদেশে ক্রসফায়ার বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের মানবতাবাদী লেখক মহাশ্বেতা দেবী৷ তিনি ডয়চে ভেলেকে জানান, ভারতেও একইভাবে বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে৷

https://p.dw.com/p/Ma2I
ডয়চে ভেলের মুখোমুখি মহাশ্বেতা দেবীছবি: DW

লালগড়ে ৫৬ জন নিরীহ মানুষ নিহত হবার কথা উল্লেখ করেন মহাশ্বেতা দেবী৷ তাঁর দাবি, রাষ্ট্রযন্ত্রের একই চরিত্রের কারণেই দুই দেশে একইভাবে অব্যাহত আছে বিচার বহির্ভুত হত্যাকান্ড৷

মহাশ্বেতা দেবী ঢাকায় আসেন দৃক গ্যালারীর একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে৷ ব়্যাবের বিচার বহির্ভুত হত্যাকান্ড বা ক্রস ফায়ারের ওপর ওই প্রদর্শনী সোমবার উদ্বোধন করতে দেয়নি পুলিশ৷ পুলিশ প্রদর্শনীটি বন্ধ করে দিয়েছে৷ এর সমালোচনা করে মহাশ্বেতী দেবী বাংলাদেশে ক্রসফায়ার বন্ধের আহবান জানিয়েছন৷ তিনি বলেন, যাদের হত্যা করা হচ্ছে তারা নিরীহ মানুষ৷ এ অবস্থা চলতে পারেনা৷

Mahasweta Devi in Dhaka
ভারতের মানবতাবাদী লেখক মহাশ্বেতা দেবীছবি: DW

তিনি জানান, এইভাবে বিচার বহির্ভূত হত্যাকান্ড চলছে ভারতে৷ মাওবাদীদের দমনের নামে লালগড়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে৷ আর এই হত্যাকান্ড চালাচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পোষা বাহিনী, অভিযোগ করেন মহাশ্বেতা দেবী৷

মহাশ্বেতাদেবী একুশের বইমেলায়ও এসেছিলেন৷ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন৷ কিন্তু সোমবার ঘটল ব্যতিক্রম৷ মহাশ্বেতী দেবী জানান, তাঁর শিক্ষাই তাঁকে মানুষের জন্য কাজ করতে শিখিয়েছে৷ আমৃত্যু তিনি নির্যাতিত মানুষের জন্য কাজ করে যেতে চান৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক