1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিছু কর্মক্ষেত্রও ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ি

১৮ ফেব্রুয়ারি ২০১০

আমরা সবাই জানি ফুসফুসের ক্যান্সারের জন্য ধূমপান দায়ি৷ তবে কিছু কিছু পেশার মানুষ যে তাদের কর্মক্ষেত্রের জন্য এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন তা বোধ হয় আমরা এখনো জানিনা৷

https://p.dw.com/p/M4h9
ইটের ভাটায় কাজ করা ফুসফুসের ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণছবি: AP

সম্প্রতি ইতালির কয়েকজন বিজ্ঞানী গবেষণা চালিয়ে বলেছেন, পুরুষদের ফুসফুসের ক্যান্সারের জন্য শতকরা পাঁচ ভাগ ক্ষেত্রে তাদের কর্মই দায়ি৷

তাঁরা বলছেন, কয়েকটি পেশার মানুষ এই ধরণের ঝুঁকির মধ্যে রয়েছে৷ যেমন ইটের ভাটা, সিরামিক কারখানা ও মৃৎশিল্পে যারা নিয়োজিত রয়েছেন তাদের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা গেছে৷ এছাড়া ওয়েল্ডিং কারখানা, ট্যানারি, নির্মাণ শ্রমিক ও বিভিন্ন কারখানায় রাসায়নিক উপাদান নিয়ে যারা কাজ করেন তারাও ক্যান্সারের ঝুঁকির মধ্যে রয়েছেন বলে গবেষকরা বলছেন৷

অ্যামেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ গবেষণার মূল উদ্দেশ্য ছিল পেশা ও ফুসফুসের ক্যান্সারের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা যাচাই করা৷

Irak Wiederaufbau
নির্মাণ শ্রমিকরাও ঝুঁকিতে আছেনছবি: AP

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ২,১০০ জন ও বিভিন্ন পেশায় নিয়োজিত ২,১২০ জন সুস্হ মানুষের উপর গবেষণাটি চালানো হয়৷ এর মধ্যে ১২ শতাংশ মানুষ ছিলেন উল্লেখিত পেশাগুলোর৷ গবেষণায় দেখা যায়, এই ১২ শতাংশ মানুষ অন্যান্য পেশার মানুষের চেয়ে ক্যান্সারে আক্রান্ত হবার ক্ষেত্রে ৭৪ শতাংশ বেশি ঝুঁকির মধ্যে ছিলেন৷

সবচেয়ে বেশি যে পেশার মানুষের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি দেখা গেছে সেগুলো হলো সিরামিক, মৃৎশিল্প ও ইটভাটার কর্মীরা৷ এছাড়া গ্যাস ফিলিং স্টেশন, ট্যানারি, চামড়াজাত শিল্প, গ্লাস ও ওয়েল্ডিং কারখানায় যারা কাজ করেন তাদেরও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে বলে গবেষণায় জানা গেছে৷

উল্লেখ্য, গবেষণাটি ৩৮৫ জন নারীর উপরও করা হয়েছিল৷ তবে এর মধ্যে মাত্র তিনজন ক্যান্সার রোগী ও দুজন সুস্হ নারীকেই পাওয়া গেছে যারা ঐ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ছিলেন৷ তাই গবেষকরা বলছেন, যেহেতু নারীদের ক্ষেত্রে সংখ্যাটি অনেক কম তাই তাদের কথাটি গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি৷

অবশ্য গবেষকরা পরে এক জায়গায় বলেছেন, যে লন্ড্রী ও ড্রাই ক্লিনিং কাজে যে সকল নারী নিয়োজিত আছেন তাদের এই ক্যান্সারে আক্রান্ত হবার কিছুটা সম্ভাবনা থাকে৷

প্রতিবেদনঃ জাহিদুল হক

সম্পাদনাঃ আবদুস সাত্তার