1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকার নেতৃবর্গ উদ্বাস্তুদের সাহায্য করার পন্থা খুঁজছেন

২৩ অক্টোবর ২০০৯

বৃহস্পতিবার উগাণ্ডার রাজধানী কাম্পালায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষবৈঠকে আফ্রিকার এক কোটি সত্তর লক্ষ উদ্বাস্তুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৷ আফ্রিকা বিশ্বের দরিদ্রতম এবং সর্বাপেক্ষা সংঘাতপ্রবণ মহাদেশ৷

https://p.dw.com/p/KDRr
গৃহচ্যুত মানুষদের স্রোতছবি: AP

আফ্রিকান ইউনিয়নের কমিশনের চেয়ারম্যান জাঁ পিং বলেন যে, এই পলায়নপর মানুষদের স্রোত সমগ্র আফ্রিকার স্থিতিশীলতার পক্ষে একটি বিপদ বিশেষ৷ - সম্মেলন চলবে দু’দিন ধরে, এবং এই সম্মেলনে আফ্রিকার বাস্তুহারা মানুষদের সুরক্ষা এবং সাহায্য সংক্রান্ত চুক্তিটি অনুমোদিত হবে৷ কোনো দেশ কিংবা অঞ্চলের অভ্যন্তরে উদ্বাস্তুদের ভাগ্য সংক্রান্ত এ-ধরণের চুক্তি এই প্রথম, জেনেভা চুক্তির সঙ্গে এখানেই তার তফাৎ৷

‘‘মাইলফলক’’

আফ্রিকার ৫৩টি দেশের মধ্যে ৪৬টি এই সম্মেলনে অংশগ্রহণ করছে বটে, কিন্তু মাত্র চারটি দেশ তাদের রাষ্ট্র- কিংবা সরকারপ্রধানকে পাঠিয়েছে: জাম্বিয়া, জিমবাবওয়ে, সোমালিয়া এবং উগাণ্ডা৷ অথচ রাজনৈতিক অভ্যুত্থান, সংঘাত এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আফ্রিকাতেই বিশ্বের সর্বাধিক মানুষ বাস্তুহারা অথবা উদ্বাস্তু - যদিও জাতিসংঘের উদ্বাস্তু হাই কমিশনার আন্তোনিও গুতেরেজ কাম্পালায় বলেন যে, আফ্রিকায় উদ্বাস্তুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে৷ অপরদিকে এই উদ্বাস্তুদের একটি বিপুল অংশ পাঁচ বছর, কি তার বেশী ধরে উদ্বাস্তুশিবিরে রয়েছে৷ তিনি জানান যে, ইউএনএইচসিআর আফ্রিকায় এক কোটির বেশী মানুষের দেখাশুনা করে থাকে৷ তার মধ্যে ২৬ লক্ষ হল উদ্বাস্তু; প্রায় তিন লক্ষ আগে উদ্বাস্তু ছিল, কিন্তু এখন বাড়ি ফিরেছে; ৬৩ লক্ষ স্বদেশেই উদ্বাস্তু; দশ লক্ষ, যাদের অন্যত্র পুনর্বাসন করা হয়েছে, এবং এক লক্ষ মানুষ বস্তুত নাগরিকত্ববিহীন৷ - কাজেই গুতেরেজ আফ্রিকান ইউনিয়নের উদ্বাস্তু চুক্তিটিকে মানবাধিকারের একটি মাইলফলক বলে অভিহিত করেন৷

কারণ অজ্ঞাত নয়

সোমালিয়ায় দীর্ঘমেয়াদী সংঘাত, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা, কেনিয়ায় রাজনৈতিক সহিংসতা, উত্তর উগাণ্ডা এবং দক্ষিণ সুদানে সংঘাত - এ’ সব থেকেই বিপুল সংখ্যক মানুষ স্থানচ্যুত হয়েছে৷ শুধুমাত্র সোমালিয়ার এক কোটি মানুষদের এক-তৃতীয়াংশ ত্রাণসাহায্যের উপর নির্ভরশীল৷ এই পরিস্থিতিতে উগাণ্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি সম্মেলনে বলেছেন, ‘‘আমরা জানি এই উদ্বাস্তু সমস্যার কারণ কি৷ এই সমস্যার কারণ হল আফ্রিকার দেশগুলির অভ্যন্তরে যুদ্ধ এবং সংঘাত৷’’ সেগুলি রোধ অথবা বন্ধ করাই হল প্রধান সমাধান, বলেন মুসেভেনি৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই