1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও সচল বাংলাদেশের গ্রাম আদালত

৫ আগস্ট ২০০৯

দীর্ঘদিন যাবত ইউনিয়ন পরিষদের আওতাধীনে গ্রাম আদালত থাকলেও তা কার্যকর ছিল না৷ অবশেষে গত মঙ্গলবার থেকে ইইউ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির আর্থিক সহায়তায় দেশের ৫শটি ইউনিয়নে সচল করা হলো এই আদালত৷

https://p.dw.com/p/J40L
ফাইল ফটোছবি: AP

আশা, এই গ্রাম আদালত দেশের অন্য আদালতগুলোর মামলার বোঝা লাঘব করবে৷ এই আদালতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষ করে মহিলারা বিচার চাইতে পারবেন৷

সংশ্লিষ্ট প্রকল্প চালু করার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী আশরাফুল ইসলাম বলেন, গ্রামীণ জনশক্তিকে সুবিচারের আওতায় নিয়ে আসাই এই আদালত স্থাপনের মূল লক্ষ্য৷ তবে এই আদালতের সাফল্য নির্ভর করছে স্থানীয় প্রশাসনের কর্মদক্ষতা এবং স্বচ্ছতার উপর৷

বাংলাদেশে বিভিন্ন আদালতে বর্তমানে পঞ্চাশ লাখেরও অধিক মামলা ঝুলে আছে৷ যার অর্ধেকেরও বেশি গ্রামীণ এ প্রশাসনিক আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট জুখাম৷ তিনি বলেন, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই আদালত গ্রামীণ জনগনকে সহায়তা করবে৷

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় গ্রাম আদালতের জন্য কাজ করবে৷ যা স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া অনেক মামলার বোঝা থেকে কেন্দ্রীয় আদালতগুলোকে মুক্ত রাখবে৷

বাংলাদেশে ৪ হাজার ৪৬৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫০০টিতে পরীক্ষামূলক ভাবে আগামী চার বছরের জন্য গ্রামীণ প্রশাসনিক আদালত চালু করা হলো৷ এর জন্য মোট ব্যায় ধরা হয়েছে ১০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক