1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যাশনের রং লাল: ইলিনা বণিক

২১ মে ২০০৯

শিল্পী ইলিনা বণিকের জন্ম কোলকাতার এক মধ্যবিত্ত পরিবারে৷ নাগরিক জীবনের শত কোলাহল সত্ত্বেও কর্মজীবী মা বাবার এক মাত্র সন্তান ইলিনার শৈশব ও কৈশোর কেটেছে একাকিত্বের মধ্য দিয়ে৷

https://p.dw.com/p/HuY5
ইলিনা বণিকছবি: eleenabanik.com

খুব ছোটবেলা থেকেই ছবি আঁকায় হাতে খড়ি তাঁর৷ কিন্তু স্কুলের ধরা বাঁধা নিয়মে আঁকা শেখা ভালো লাগতোনা ইলিনার৷ মনে প্রশ্ন জাগতো, গাছের পাতা কেন সবুজ হতেই হবে৷ কিংবা আকাশ লাল হলে অসুবিধে কোথায়? ইলিনার প্যাশনের রং লাল৷ তাই তো তিনি বলেন, আমার বিশ্বাসের রং লাল, ত্যাগের রং লাল, এমনকি আমার কান্নার রংও লাল৷

লাল, হলুদ, কমলা এই সব উজ্জ্বল রং-এর প্রাধান্য লক্ষ্য করা যায় তাঁর ছবিতে৷ আর দেখা যায় সূর্যমুখী ফুলের বাহার৷ উজ্জ্বল ভবিষ্যতের আভাস তুলে ধরে এসব৷

সমাজে ধনী, দরিদ্র ও নারী পুরুষে বৈষম্য ইলিনাকে ভাবিয়ে তুলেছিল সেই ছেলেবেলা থেকেই৷ আর তখন থেকেই এধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তাঁর প্রতিবাদী শিল্পকর্ম৷ একটি লোক বাচ্চা একটি মেয়েকে জোর করে স্কুলে নিয়ে যেতে চাইছে, মেয়েটি কিছুতেই যেতে চাইছেনা৷ এই ছিল ইলিনার প্রথম প্রতিবাদের ছবি৷

Eleena Banik
বাংলার লোকশিল্পকে আধুনিকতার স্পর্শে সমৃদ্ধ করে তুলেছেন ইলিনাছবি: eleenabanik.com

প্রকৃতি ও জীবনের সৌন্দর্য আকৃষ্ট করেছে ইলিনাকে বার বার৷ ১৯৯৭ সালে বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি৷ শান্তিনিকেতনে শিল্প, সাহিত্য ও সংগীতের রবীন্দ্র পরিমন্ডল প্রোণোদিত করে তাঁকে৷ ১৯৯৮ সালে গ্লাসগোর স্কুল অব আর্টসে ছবি ও উপস্থাপনা শিল্প নিয়ে পড়াশোনা করেন এক বছর৷ সংস্পর্শে আসেন পাশ্চাত্যের শিল্পকলার৷ পিকাসো ও ফান গখের শিল্প উদ্বুদ্ধ করে তাঁকে৷ চীনের তাওবাদী দর্শনও আকৃষ্ট করেছে শিল্পী ইলিনাকে৷ প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে স্বকীয় এক শিল্প সৃষ্টি করেছেন ইলিনা৷

তাঁর অধিকাংশ ছবিতে লক্ষ্য করা যায় অভিব্যক্তিবাদের প্রাধান্য৷ নিজের অভিজ্ঞতাকে মূর্ত করে তুলেছেন তিনি ছবির মাধ্যমে৷ বাদ যায়নি হিংসা ও সন্ত্রাসের বাস্তবতাও৷

ইলিনার শিল্পের প্রধান বৈশিষ্ট্য প্রকাশের স্বতঃস্ফূর্ততা৷ তাঁর ছবিতে আবেগময় উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য চোখে পড়ার মত৷

দেশে বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনী হয়েছে তাঁর৷ ছবি ছাড়াও ইন্সটলেশন আর্ট, ভিডিও ইত্যাদি মাধ্যম নিয়েও কাজ করেছেন ইলিনা৷ লেখালেখিতেও পারদর্শিতা লক্ষ্য করা যায় তাঁর৷ বিশ্বায়নজনিত সামাজিক শোষণের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তিনি৷

বাংলার লোকশিল্পকে আধুনিকতার স্পর্শে সমৃদ্ধ করে তুলেছেন তিনি৷ রংও রূপকের ব্যবহারে সাহসের পরিচয় দিয়েছেন ইলিনা৷ প্রচলিত পদ্ধতিকে ভাঙ্গার ব্যাপারেও পিছিয়ে থাকেননি৷ পুরুষশাসিত সমাজে নারী যে চরম বৈষম্যের শিকার, নারীকে যে শুধু মাত্র অবজেক্ট বা ব্যবহার্য সামগ্রী হিসাবেই দেখা হয়, বিভিন্ন প্রতীকের মাধ্যমে তা তুলে ধরেছেন শিল্পী ইলিনা৷ আর এসব কিছুই অনবদ্য করে তুলেছে ইলিনা বণিকের শিল্পকর্মকে৷ যা দর্শকদের নজর না কেড়ে পারেনা৷

প্রতিবেদক: রায়হানা বেগম, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক