1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সাইবার ক্রাইম

১৯ মে ২০০৯

বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যা এবং টেলিযোগাযাগ নেটওয়ার্কের দ্রুত প্রসার ঘটছে৷ এই পরিস্থিতিতে দেশটিতে সাইবার ক্রাইমও বৃদ্ধি পেয়ে চলেছে ব্যাপকভাবে৷

https://p.dw.com/p/Hst7
ছবি: Bilderbox

সরকার ক্রাইম বা অপরাধের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে৷ বাংলাদেশের বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তিবিদ্যা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এমএম নিয়াজউদ্দিন জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, আমরা তথ্য প্রযুক্তিবিদ্যার ন্যায্য সুবিধা দিতে ও তার নিরাপদ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি৷ কেননা দেশটিতে সাইবার ক্রাইম মোকাবেলার কোন আইন নেই৷ তিনি বলেন, সরকার আগের একটি আইনের সংশোধন নীতিগতভাবে অনুমোদন করেছে৷ সংশোধনীতে সাইবার ক্রাইম মোকাবেলার জন্য অপরাধীদের সর্বোচ্চ দশ বছরের কারাদন্ড এবং এক কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে৷ সাইবার ক্রাইমের দ্রুত বিচারের জন্য সরকার সাইবার ট্রাইবুনাল গঠন করবে৷

এক পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে পঞ্চাশ লাখেরও বেশি পার্সোনাল কম্পিউটার ব্যবহৃত হচ্ছে৷ এ ছাড়া দেশটিতে রয়েছে, তিরিশ লাখ ইন্টারনেট ইউজার্স৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক