1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ''পরিবেশ বান্ধব'' পোশাক তৈরির দিকে নজর

হোসাইন আব্দুল হাই২২ ফেব্রুয়ারি ২০০৯

পরিবেশ বান্ধব প্রাকৃতিক সুতা থেকে তৈরি পোষাক একটু ব্যয়বহুল হলেও ভোক্তাদের কাছে এর চাহিদা বাড়ছে৷ ফলে এশিয়ার পোশাক শিল্পের বড় বড় কোম্পানিগুলো এ ধরণের পরিবেশ বান্ধব পোশাক তৈরির দিকে ঝুঁকছে৷

https://p.dw.com/p/GybC
প্যারিসে পোশাক শিল্পের বাণিজ্য মেলায় পরিবেশ বান্ধব পোশাক শিল্পের দিকে জোর দেয়া হয়েছে৷ (ফাইল ফটো)ছবি: AP

সম্প্রতি এর একটি নমুনা দেখা গেছে গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত পোশাক শিল্পের বাণিজ্য মেলায়৷ দু'বছর পর পর অনুষ্ঠিত এ মেলায় অংশ নেয়া ৬৬০ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০ টি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক সুতায় তৈরি পোশাকে সমৃদ্ধ৷ আয়োজকরা বলছেন, গত মেলাগুলোর তুলনায় এ বছর এটা অনেক বেড়েছে৷

Textilarbeiterin in Bangladesch
বাংলাদেশসহ পৃথিবীর শীর্ষস্থানীয় পোশাক উৎপাদনকারী দেশগুলোর বিরুদ্ধে পানি অপচয়, মাটি দূষণ এবং শিশু শ্রমের অপব্যবহারের অভিযোগ রয়েছে৷ছবি: AP

পৃথিবীর শীর্ষ পোশাক উৎপাদনকারী দেশ চীন, বাংলাদেশ এবং ভারতসহ পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান প্রাকৃতিক সুতা, ন্যায্য বাণিজ্য প্রচলন ও পরিচ্ছন্ন প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার দিকে জোরে-শোরেই এগিয়ে যাচ্ছে৷ যদিও তাদের বিরুদ্ধে পানি অপচয়, মাটি দূষণ এবং শিশু শ্রমের অপব্যবহারের অভিযোগ রয়েছে৷

গত মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও এক রিপোর্ট প্রকাশ করেছে, যাতে উল্লেখ করা হয়েছে যে বছরে ৩০ মিলিয়ন প্রাকৃতিক তন্তু উৎপন্ন হয় এর মধ্যে ২৫ মিলিয়নই হচ্ছে সূতি৷ এফএও বলছে, ১৯৬০ সালের শুরু থেকে কৃত্রিম উপাদান দিয়ে তৈরি তন্তুর ব্যবহার বেড়ে গেছে এবং প্রাকৃতিক তন্তু বেশ বড় বাজার হারিয়েছে৷

বাংলাদেশের বৃহত্তম পোশাক তৈরির প্রতিষ্ঠান ‘নরম্যান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ' এর মার্কেটিং ম্যানেজার সাজেদুর রহমান তালুকদার বলেন, আমরা আগামী বছরের মধ্যে পরিবেশ বান্ধব এবং ন্যায্য বাণিজ্য ব্যবস্থা চালু করবো৷ এটা বর্তমান বাজারের চাহিদা৷

দক্ষিণ কোরিয় কোম্পানি লুডিয়ার মতে, পরিবেশ বান্ধব সুতা দিয়ে প্রস্তুত পোশাক বর্তমানে একটি মর্যাদার বিষয় হতে পারে কারণ এটা প্রায় ১৫ শতাংশ বেশি দামি হবে৷ তবে আগামী দুই তিন বছর পরে ভোক্তারা এর জন্য একটু বেশি দাম দিতে অভ্যস্ত হয়ে যাবে৷

China Textilindustrie Näherin in Peking
পোশাক শিল্পে শীর্ষ অবস্থানে থাকা চীনেও প্রাকৃতিক সূতার তৈরি পোশাকের চাহিদা ও ব্যবহার বাড়ছে৷ছবি: AP

ইউএস ডেনিম মিলস এর পাকিস্তান কারখানার ডেপুটি মার্কেটিং ম্যানেজার সাইদ আদিল হায়দার বলেন, এটা বেশ ব্যয়বহুল এবং সবচেয়ে কঠিন হচ্ছে এ ব্যাপারে স্বীকৃতি পাওয়া৷ তিনি বলেন, আমরা মাটি, শস্য এবং পরিবেশের ক্ষতি করতে চাই না৷ সুতরাং পরিবেশ বান্ধব পোশাক তৈরি করা আমাদের সামাজিক দায়িত্ব৷ তিনি বলেন, বাজার বদলে যাচ্ছে৷ এখন আমাদের প্রধান বিষয় হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য বানানো৷ দু'বছর আগে তাঁর শিল্প প্রতিষ্ঠান যখন পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন করা শুরু করে তখন কারো তেমন আগ্রহ ছিলনা৷ কিন্তু এখন প্রতিদিনই এ ধরণের পণ্যের চাহিদা আসছে৷

পোশাক শিল্পে শীর্ষ অবস্থানে থাকা চীনেও প্রাকৃতিক সূতার তৈরি পোশাকের চাহিদা ও ব্যবহার বাড়ছে৷ চীনে পোশাক শিল্পে সম্পৃক্ত রয়েছে প্রায় ২০ মিলিয়ন কর্মী৷ গত বছর সেখানে পোশাক খাতে নিট বিক্রি হয়েছিল ৪০০ বিলিয়ন ইউরো সমপরিমাণ অংকের৷ চীনে নিযুক্ত টেক্সওয়ার্ল্ড এর প্রতিনিধি ইয়ান ইয়র্ক বলেন, ইউরোপীয় ভোক্তাদের কাছ থেকে চীন বর্তমানে আরো বেশি পরিমাণ প্রাকৃতিক সূতার তৈরি পোশাকের অর্ডার পাচ্ছে৷ তিনি বলেন, চীনের ধনী ব্যক্তিরাও বর্তমানে পরিবেশ বান্ধব পোশাকের ব্যবহারের দিকে ঝুঁকছে৷ তারা এমন পোশাক চান যা নতুন ধাঁচের, দামি এবং একইসাথে পরিবেশ অনুকূল৷ চীনের কুইংডাও শহরে অবস্থিত হেম্প ফরটেক্স এর প্রধান এইচ এল ডিং বলেন, পাঁচ বছর আগেও হয়তো কেউ শন এর নাম শোনেনি৷ কিন্তু আমরা বিশ্বাস করি আগামীতে প্রাকৃতিক সূতি এবং শন এর তৈরি সূতার পোশাকের দিকেই সবাই ঝুঁকে পড়বে৷

৩০ বছরের পুরনো তাইওয়ানের পোশাক তৈরির প্রতিষ্ঠান চিয়া হার জানিয়েছে, তিন বছর আগে তারা প্রাকৃতিক সূতা দিয়ে পোশাক তৈরি শুরু করে, কারণ ইউরোপে এটা খুব জনপ্রিয়৷ তাদের মতে, এ সময়ে পরিবেশ-বান্ধব সুতার তৈরি পোশাকের বিক্রি প্রায় একশ' গুণ বেড়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য