1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণ হারালেন ভারতীয় ইঞ্জিনিয়ার

২৪ ফেব্রুয়ারি ২০১৭

ওলাথি শহরের একটি বারে নেভি ভেটারান অ্যাডাম পুরিন্টনের গুলিতে নিহত হয়েছেন ৩২ বছর বয়সি আইটি কর্মী শ্রীনিবাস কুচিভোটলা ও আহত হয়েছেন তাঁর সমবয়সি বন্ধু অলক মাদাসানি৷

https://p.dw.com/p/2YCfa
Kanade Quebec City Schießerei im Moschee
ছবি: Reuters/M. Belanger

ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়৷ বারটেন্ডার গ্যারেট বোনেন ক্যানসাস সিটি স্টার পত্রিকাকে বলেছেন যে, কুচিভোটলা আর মাদাসানি সপ্তাহে একবার কি দু'বার একটা ড্রিঙ্ক নেবার জন্য অস্টিনস বারটিতে আসতেন৷

‘‘আমি যা বুঝেছি, তা থেকে এটুকু বলতে পারি যে, ও (অ্যাডাম পুরিন্টন) ঐ দু'জন ভদ্রলোকের (কুচিভোটলা ও মাদাসানির) দিকে জাতিবাদী গালাগালি দিতে শুরু করে৷ তখন আয়ান (গ্রিলট) তাদের হয়ে উঠে দাঁড়ায়'' – বলেন বোনেন: ‘‘আমরা সকলেই ওর (আয়ানের) জন্য গর্ব বোধ করছি৷''

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ৫১ বছর বয়সি পুরিন্টন গুলি চালানোর আগে ‘‘আমার দেশ থেকে বেরোও'', বলে চিৎকার করেন৷ দুই ভারতীয়কে বাঁচানোর চেষ্টায় আয়ান গ্রিলট নিজেও গুলিতে আহত হয়েছেন৷ পুরিন্টন কুচিভোটলা ও মাদাসানির দিকে ন'বার গুলি চালানোর পর তার ম্যাগাজিন খালি হয়ে গেছে ভেবে তাকে তাড়া করেন – ঠিক তখনই পুরিন্টন ঘুরে দাঁড়িয়ে গ্রিলটকে গুলি করেন৷ গুলিটা গ্রিলটের হাত ফুটো করে তার বুকের পাঁজরে ঢোকে – স্বল্পের জন্য একটি মুখ্য ধমনীতে সেই গুলি লাগেনি৷

স্বভাবতই আয়ান গ্রিলট এখন ক্যানসাস হত্যাকাণ্ডের হিরো হিসেবে টুইটারে সাড়া তুলেছেন, বিশেষ করে ভারতীয়দের কাছে৷ গ্রিলট নিজে বলেছেন যে, তিনি আক্রান্তদের জাতি বা বংশপরিচয়ের কথা ভাবেননি: ‘‘আমারা সবাই মানুষ,তাই যা করা উচিৎ, আমি শুধু তাই করেছি৷''

বুধবার রাত্রেই মধ্যরাত্রির কিছু রে পুরিন্টনকে ধরা হয় ওলাথি থেকে ৭০ মাইল দক্ষিণ-পূর্বে, মিসুরি রাজ্যের ক্লিন্টন শহরে৷ এই আপলবি বারের বারকিপার নাকি পুলিশকে টেলিফোন করে বলেন, তাঁর একজন অতিথি গুলি চালানোর কথা বলছে৷ পরে পুলিশ এসে নিরস্ত্র পুরিন্টনকে গ্রেপ্তার করে৷ দৃশ্যত পুরিন্টন অ্যাপলবির একজন কর্মচারীকে বলেছিল যে, তার একটাগা-ঢাকা দেবার জায়গা চাই, কেননা সে সদ্য ‘‘মধ্যপ্রাচ্যের দু'জন লোককে'' হত্যা করেছে৷

কুচিভোটলা আর মাদাসানি, দু'জনেই বহুজাতিক মার্কিন সংস্থা গারমিন-এর হয়ে কাজ করতেন: সংস্থাটি জিপিএস প্রণালী তৈরি করে৷ তারা দু'জনেই ভারতের তেলেঙ্গানা রাজ্যের অধিবাসী৷ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন যে, তিনি এই ঘটনায় বিমূঢ় এবং নিহতের মরদেহ হায়দ্রাবাদে ফেরত নিয়ে আসার জন্য কুচিভোটলার পরিবারকে যাবতীয় সাহায্য দেওয়া হবে৷

নতুন দিল্লিতে মার্কিন দূতাবাসক্যানসাসের ঘটনার নিন্দা করে জানিয়েছে: ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ ও বিশ্বের সব দেশ থেকে যারা পর্যটন, পড়াশুনা, কাজকর্ম ও বসবাসের জন্য (এখানে) আসছেন, তাদের স্বাগত জানায়৷''

ক্যানসাসের জনসন কাউন্টিতে পুরিন্টনের বিরুদ্ধে একটি ‘প্রিমেডিটেটেড ফার্স্ট ডিগ্রি মার্ডার' ও দু'টি ‘প্রিমেডিটেটেড ফার্স্ট ডিগ্রি মার্ডার'-এর প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে৷ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করে দেখছে, এটি একটি হেট ক্রাইমের ঘটনা কিনা৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অবৈধ অভিবাসীদের প্রয়োজনে ‘‘সামরিক অভিযান'' চালিয়ে বহিষ্কারের কথা বলছেন, সেই পরিস্থিতিতে অ্যাডাম পুরিন্টন ক্যানসাসের বারে গুলি চালানো শুরু করার আগে যে ডাক দিয়েছে, তার অর্থ সম্পূর্ণ অন্য দাঁড়াতে পারে: ‘গেট আউট অফ মাই কান্ট্রি' – ‘আমার দেশ ছাড়ো'৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য