আরো শরণার্থী ফেরত পাঠাবে জার্মানি
২০ ফেব্রুয়ারি ২০১৭ম্যার্কেলের চিফ অফ স্টাফ পেটার আল্টমায়ার স্থানীয় পত্রিকা বিল্ড আম সনটাগ-কে জানান, ‘‘যেহেতু চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলে আসন্ন নির্বাচনে জয়ী হতে চান, তাই রক্ষণশীল ভোটারদের সমর্থন পেতে এর বিকল্প নেই৷'' চলতি বছরের সেপ্টেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে৷ আল্টমায়ার জানান, ‘‘২০১৬ সালে ৭ লাখ শরণার্থী জার্মানিতে থাকার আবেদন করেছিলেন, এদের মধ্যে প্রায় অর্ধেকের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং এই বিপুল পরিমাণ শরণার্থীকে দেশে ফেরত পাঠানো হবে৷''
২০১৫ সালে বিপুল পরিমাণ শরণার্থী জার্মানিতে প্রবেশ করে৷ কেননা ম্যার্কেলের নীতি ছিল ‘ওপেন ডোর' নীতি, অর্থাৎ সীমান্ত খুলে দাও৷ ৷ এর ফলে রক্ষণশীলদের সমালোচনা মুখে পড়েছেন চ্যান্সেলর৷ তাঁর দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাট পার্ট সিডিইউ এ সব শরণার্থীদের দেশে পাঠানোর পক্ষে৷ যেসব শরণার্থী অপরাধী হিসেবে চিহ্নিত এবং যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের অবিলম্বে দেশে ফেরত পাঠানো উচিত৷ এমনটাই মনে করছে সিডিইউ৷ আল্টমায়ার বলেন, নির্বাচনে বিপুল জনসমর্থন পেতে হলে প্রত্যাখ্যাত শরণার্থীদের অবিলম্বে দেশে ফেরত পাঠাতে হবে৷
গত ১৮ মাসে ১০ লাখেরও বেশি শরণার্থী গ্রহণ করেছে জার্মানি৷ এদের বেশিরভাগই সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে এসেছেন৷ যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, খুব শিগগিরই তাদের ফেরত পাঠানো হবে বলে জানালেন আল্টমায়ার৷ তিনি বলেন, তা না করলে আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত আমাদের রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)