1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধী সরকারি কৌঁসুলিকে তাড়ালেন ট্রাম্প

৩১ জানুয়ারি ২০১৭

অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস আইন মন্ত্রণালয়ের কর্মচারীদের ট্রাম্পের বিতর্কিত ‘মুসলিম ব্যান' জনসমক্ষে সমর্থন না করার নির্দেশ দেবার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে বিদায় নিতে হয়েছে৷

https://p.dw.com/p/2WhA7
 মার্কিন আইনমন্ত্রী স্যালি ইয়েটস
ছবি: Getty Images/P. Marovich

সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয় যে, ‘‘আইন মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা'' করার দায়ে ট্রাম্প ইয়েটসকে বরখাস্ত করেছেন৷ ওবামা প্রশাসনের নিয়োজিত ইয়েটস ‘‘সীমান্ত প্রশ্নে দুর্বল ও বেআইনি অভিবাসনের ক্ষেত্রে বিশেষভাবে দুর্বল'', বলে হোয়াইট হাউসের বিবৃতিতে মন্তব্য করা হয়৷

ইয়েটসের জায়গা কে নিচ্ছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সন স্পইসার তা টুইটারে ঘোষণা করেন৷ নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ডানা বোয়েন্টে অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী জেফ সেসনস সেনেটের অনুমোদন পাওয়া অবধি কাজ চালিয়ে যাবেন৷ বোয়েন্টে ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নির্বাহী আদেশ কার্যকরি করবেন বলেই ধরে নেওয়া হচ্ছে৷

ইয়েটসের প্রতিরোধ

স্যালি ইয়েটস সোমবার বলেন যে, সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করে ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন, তা আইনসম্মত কিনা, সে বিষয়ে তিনি পুরোপুরি প্রতীত নন৷ ‘‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই এক্সিকিউটিভ অর্ডারের সপক্ষে কোনো যুক্তি পেশ করবে না'', বলে ইয়েটস জানান৷

বিচার বিভাগের অ্যাটর্নিদের প্রতি লিখিত একটি পত্রে ইয়েটস উল্লেখ করেন যে, একাধিক আদালতে ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ‘‘আমার দায়িত্ব হলো নিশ্চিত করা যে, আইন মন্ত্রণালয়ের অবস্থান শুধু আইনগতভাবে যুক্তিযুক্তই নয়, বরং আমাদের দৃষ্টিতে আইনের যে অর্থ, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ৷''

শুধু সেনেটর চাক শুমারই নন, আরো অনেকের চোখে স্যালি ইয়েটস ট্রাম্পের রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন – বিশেষ করে যখন সেই প্রতিরোধের একটি বড় অংশ মার্কিন আইন-আদালত ও বিচার ব্যবস্থার মাধ্যমে প্রবাহিত হচ্ছে৷ যেমন ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন ‘মুসলিম ব্যান' সংক্রান্ত নির্বাহী আদেশকে বেআইনি ও অসাংবিধানিক বলে মামলা করেছেন৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসার উপর একটি ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন৷ এছাড়া তিনি ১২০ দিনের জন্য যাবতীয় উদ্বাস্তুদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করেছেন – সিরীয় উদ্বাস্তুদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অনির্দ্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে৷ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই ‘মুসলিম নিষেধাজ্ঞা'-র বিরুদ্ধে প্রতিবাদ চলেছে৷

এসি/ডিজি (এপি, রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান