1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের এই কাণ্ড!

২৪ জানুয়ারি ২০১৭

নবীকে নিয়ে ‘কটূক্তি' করেছেন এই অভিযোগ তুলে এক যুবকের ফাঁসি দাবি করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা৷

https://p.dw.com/p/2WJSK
Asaduzzaman Khan Kamal 
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে সাফি মোদ্দাসের খান (জ্যোতি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক যুবককে ‘নাস্তিক' আখ্যা দিয়ে তাঁর ফাঁসি দাবি করেছেন৷ কথিত যুবকের ছবিসহ ফাঁসির দড়ি ও বিচারালয়ের হাতুড়ি প্রতীক নিয়ে ছবি বানিয়ে পোস্ট করেছেন জ‌্যোতি৷ বিডিনিউজের প্রতিবেদনে সেই ছবির ‘স্ক্রিনশট' রয়েছে৷

বিডিনিউজের প্রতিবেদন অনুযায়ী, ছবির উপরে জ্যোতি লিখেছেন, ‘‘নবীজীকে কটূক্তিকারী নাস্তিক….এর ফাঁসি চাই৷ ছবিটি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন৷''

এদিকে বিডিনউজে প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা৷ প্রতিবেদনটি অনেকেই শেয়ার করেছেন৷ ব্লগার, অ্যাক্টিভিস্ট নিলয় সোবহান ফেসবুকে লিখেছেন, ‘‘মদিনা সনদের দেশে হেফাজতি মুন্ত্রীর হেফাজতি পুৎ!'' 

সাংবাদিক পলাশ দত্ত লিখেছেন, ‘‘সাচ্চা ধার্মিক #হেফাজতের মতো নাস্তিকের ফাঁসি চেয়ে ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে....দেশ এগিয়ে চলেছে৷ কিছু দিন পর হয়ত নাস্তিক বাদ দিয়ে বিধর্মী লিখলে আশ্চর্য হওয়ার কিছু থকবে না৷'' 

সাংবাদিক তৃষা সামিরাও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের এমন আচরণে হতাশ৷ খুব সংক্ষেপে হতাশা প্রকাশ করতে গিয়ে ফেসবুকে তিনি শুধু লিখেছেন,  ‘‘এই নাকি আমার দেশ!'' 

এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানান, যে যুবকের ফাঁসি দাবি তোলা হয়েছে, তিনি সম্ভবত দেশের বাইরে আছেন৷ তবে তাঁর ছেলে সাফি মোদ্দাসের খান (জ্যোতি)-ই যে সেই যুবকের ফাঁসি দাবি করেছেন – এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘তাই নাকি, সে ওইটা শেয়ার করবে কেন? আমি বিষয়টি দেখছি৷''

তবে বিডিনিউজ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলার কিছুক্ষণের মধ‌্যেই জ‌্যোতির ফেইসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়৷ অবশ্য সরানোর আগে তা অনেকে শেয়ার করেছেন৷ লাইকও  দিয়েছেন অনেকে৷ পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাও নাকি ‘লাইক' দিয়েছেন সেই পোস্টে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে আরো জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের কথিত পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই ওই যুবকের ফাঁসি চেয়েছেন৷ তবে শাহ মোহাম্মাদ মোস্তফা কামাল নামের একজন লিখেছেন, ‘‘আমরা প্রকারান্তে ‘....'-কে জনপ্রিয় করছি, ও কিছুদিনের মাঝে আমাদের এই কমেন্টগুলোকে আশ্রয় করেই ইউরোপে ভাগবে৷ ও কিন্তু এইটাই চায়৷ অপেক্ষা করেন, আমার তো মনে হয় ও ভিসার জন্যই ইন্ডিয়াতে৷''

স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তানের মধ‌্যে একমাত্র ছেলে জ‌্যোতি পারিবারিক ব‌্যবসা দেখছেন৷ তাঁর ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি রাজউক উত্তরা মডেল স্কুল অ‌্যান্ড কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

বন্ধু, এ সম্পর্কে আপনার কিছু বলার আছে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য