1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিন নিয়ে কথা বলায় নিষেধাজ্ঞা

১৯ ডিসেম্বর ২০১৬

জার্মান সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বড়দিন নিয়ে কোনো আলোচনা না করতে শিক্ষকদের পরামর্শ দেয়া হয়েছে বলে জানা গেছে৷ জার্মানি এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে৷

https://p.dw.com/p/2UWH5
ছবি: picture-alliance/dpa/L. Say

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘ইস্তান্বুল লিজেজি স্কুল কর্তৃপক্ষের অবাক করা এই সিদ্ধান্ত আমাদের বোধগম্য নয়৷ বড়দিনের আগের দিনগুলোতে পাঠদান ও আলোচনার মাধ্যমে যে আন্তঃসাংস্কৃতিক বিনিময় হতো সেটি বন্ধ করে দেয়ার বিষয়টি দুঃখজনক৷''

জার্মান নাগরিকদের করের অর্থে পরিচালিত স্কুলটির বয়স ১০০ বছরেরও বেশি৷ প্রায় ৩৫ জন জার্মান শিক্ষক কাজ করেন সেখানে৷ প্রত্যেক ডিসেম্বরে সেখানে ছোট্ট করে বড়দিন পালন করা হত আর শিক্ষার্থীদের ক্রিসমাসের ঐতিহ্য সম্পর্কে জানানো হতো৷

স্কুলের জার্মান বিভাগের প্রধান সব শিক্ষককে ইমেলের মাধ্যমে বড়দিন নিয়ে আলোচনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে কথা জানান৷ ই-মেলে বলা হয়েছে, ‘‘স্কুলের তুর্কি ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্রিসমাসের ঐতিহ্য ও উদযাপন নিয়ে আলোচনা করা যাবে না৷ বড়দিনের গানও গাওয়া যাবে না৷ এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে৷''

বার্তা সংস্থা ডিপিএ এই ই-মেল দেখেছে বলে জানিয়েছে৷

অবশ্য স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা বড়দিনের উৎসব বাতিল করেনি৷ তবে জার্মান শিক্ষকরা ইদানীং ‘‘যেভাবে বড়দিন ও খ্রিষ্ট ধর্ম নিয়ে ক্লাসে আলোচনা করত'' সেটি পাঠক্রমের অন্তর্ভুক্ত নয়, বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷

এদিকে, স্কুলের কয়েকজন জার্মান শিক্ষক জার্মানির ম্যাগাজিন ‘স্পিগেল'-কে জানিয়েছেন, তাঁদেরকে বড়দিনের গান না গাওয়ার পরামর্শ দেয়া হয়েছে৷ এমনকি স্কুল থেকে অ্যাডভেন্ট ক্যালেন্ডারও সরিয়ে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা৷ নাম প্রকাশ না করার শর্তে তাঁরা স্পিগেলকে এ সব কথা বলেন৷

‘গ্রহণযোগ্য নয়'

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউর ধর্ম বিষয়ক বিষয়াদির দায়িত্বে নিযুক্ত সাংসদ ইওসেফ ইয়ুং স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেন, ‘‘জার্মানি যদি শিক্ষকদের অর্থায়ন করে থাকে তাহলে তাঁরা কী পড়াবেন সেটা বলারও অধিকার জার্মানির আছে৷''

এদিকে বামদলের সাংসদ জেফিম ডাগডেলেন স্কুলের এই সিদ্ধান্ত তুরস্কে ‘ইসলামি স্বৈরতন্ত্র'-এর প্রতীক বলে আখ্যায়িত করেছেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য