1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন তালাক অসাংবিধানিক?

৮ ডিসেম্বর ২০১৬

ভারতের এলাহাবাদের হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে বলেছে, পরপর তিনবার ‘তালাক' উচ্চারণের মাধ্যমে মুসলিম নারীদের তালাক দেয়ার বিষয়টি ‘অসাংবিধানিক' এবং এর ফলে নারীদের মানবাধিকার লঙ্ঘিত হয়৷

https://p.dw.com/p/2TwLn
ভারতের মুসলিম নারী
ছবি: Reuters

এক মুসলিম নারীর দায়ের করা মামলার শুনানি শেষে এই রায় দেন বিচারপতি সুনিত কুমার৷ ঐ নারীর অভিযোগ ছিল, তাঁকে তাঁর স্বামী নিজের (স্বামীর) ইচ্ছায় তালাক দিয়েছেন৷

বিচারপতি কুমার বলেন, ‘‘পার্সোনাল ল সাংবিধানিক আইনের উর্ধ্বে হতে পারে না৷''

তবে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড' বা এআইএমপিএলবি মনে করে, পার্সোনাল ল নিয়ে আদালত কিছু বলতে পারে না, কারণ, এটি সংবিধানে ধর্ম পালনের যে মৌলিক অধিকার দেয়া হয়েছে তার আওতায় পড়ে৷

এআইএমপিএলবি-এর কামাল ফারুকি সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘‘এটি (রায়) আদালতের পর্যবেক্ষণ, সিদ্ধান্ত নয়৷'' তিনি বলেন, ‘‘সংবিধান আমাকে আমার ধর্ম পালনের অধিকার দিয়েছে৷''

তবে কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘‘এটি (এই রায়) অনেক আগেই হওয়া উচিত ছিল৷ আমি খুশি, কারণ, এর ফলে আমার মুসলিম বোনেরা তাঁদের জীবনে আরও অধিকার পাবে৷''

মুসলিম ধর্মীয় নেতা খালিদ রশিদ ফিরাঙ্গী মাহালি বলেন, হাইকোর্টের রায়ের প্রতি তাঁর সম্মান আছে৷ তবে রায় সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আপিল করার অধিকার সংবিধান দিয়েছে৷

জেডএইচ/এসিবি (টাইমস অফ ইন্ডিয়া, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান