1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সিরীয় শরণার্থীরা সরাসরি রাজনৈতিক আশ্রয় পাবে না

২৪ নভেম্বর ২০১৬

শ্লেসভিগ রাজ্যের উচ্চতর প্রশাসনিক আদালত সিরীয় শরণার্থীদের বিষয়ে এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে৷  রায়ে বলা হয়েছে, জার্মানিতে সিরীয় উদ্বাস্তুরা সরাসরি রাজনৈতিক আশ্রয় পাবে না৷

https://p.dw.com/p/2T9sL
Schleswig-Holstein Prozess Schutzstatus syrischer Flüchtlinge
ছবি: picture-alliance/dpa/C. Rehder

জার্মানির অভিবাসন ও উদ্বাস্তু সংক্রান্ত ফেডারাল কার্যালয় বা বিএএমএফ (‘বাম্ফ') সাম্প্রতিক সময়ে সিরিয়া থেকে আগত রাজনৈতিক আশ্রয়প্রার্থীদেরও শুধুমাত্র ‘সাবসিডিয়ারি প্রোটেকশন', অর্থাৎ সহায়ক বা সম্পূরক সুরক্ষা দিচ্ছে, জেনেভা চুক্তি অনুযায়ী পূর্ণ উদ্বাস্তু সুরক্ষা নয়৷

তফাৎটা এই যে, পূর্ণ সুরক্ষার অর্থ, রাজনৈতিক আশ্রয়প্রার্থী জার্মানিতে প্রাথমিকভাবে তিন বছর ধরে বাস করার অনুমতি পাবেন এবং সাধারণত তার পরপরই স্থায়ী ‘রেসিডেন্স পার্মিট' দেওয়া হয়ে থাকে৷ এছাড়া এ ধরনের উদ্বাস্তুরা তাদের পরিবারবর্গকে জার্মানিতে নিয়ে আসতে পারেন৷

সাবসিডিয়ারি প্রোটেকশনের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের মাত্র এক বছরের রেসিডেন্সি পার্মিট দেওয়া হয়ে থাকে৷ পরে তা আরো দু'বছরের জন্য বাড়ানো হতে পারে৷ কিন্তু সেই মেয়াদবৃদ্ধির জন্য আলাদা করে আবেদন করতে হয়৷ এছাড়া সংশ্লিষ্ট আশ্রয়প্রার্থীর পরিবারবর্গকে ২০১৮ সালের আগে জার্মানিতে আসতে দেওয়া হবে না৷

‘বাম্ফ' এইভাবে মোট ১,১৩,০০০ উদ্বাস্তুকে সহায়ক বা সম্পূরক সুরক্ষা দিয়েছে৷ তাদের মধ্যে ৯৪,০০০ জন এসেছেন সিরিয়া থেকে৷ ৩৩-বছর-বয়সি সিরীয় তরুণী একটি মামলা করেছিলেন৷ সেই মামলার রায় হলো  গতকাল, অর্থাৎ ২৩শে নভেম্বর, বুধবার৷

শ্লেসভিগের প্রশাসনিক আদালতের প্রাথমিক রায় অনুযায়ী, সেই তরুণীর পূর্ণ উদ্বাস্তু সুরক্ষা পাওয়ার কথা৷ কিন্তু ‘বাম্ফ' এই রায়ের বিরুদ্ধে উচ্চতর প্রশাসনিক আদালতে আপিল করে৷ সিরীয় নারীর বক্তব্য ছিল, দামেস্কে তাদের বসবাসের এলাকায় একটি ‘গণহত্যার' পর তারা সপরিবারে পলায়ন করেন৷ পথে বন্দুকধারীরা তাদের হত্যা করার ভয় দেখিয়েছে বলেও তিনি জানান৷ ওই নারীর স্বামী ও চার সন্তান আপাতত তুরস্কে রয়েছেন৷

শ্লেসভিগের উচ্চতর প্রশাসনিক আদালতের বিচারকমণ্ডলীর সভাপতি উটা স্ট্রিজ বলেছেন, ‘‘সিরীয়া যে (দেশে প্রত্যাবর্তনকারী) সকলকেই বিরোধী বলে সন্দেহ করে, তার কোনো প্রমাণ নেই৷'' ‘সেনেট', অর্থাৎ বেঞ্চের মতে সিরিয়ায় প্রত্যাবর্তনকারীদের যে নিয়মিত জেরা করা হয়, সে সম্বন্ধেও আদলতের কাছে কোনো খবর নেই৷ কাজেই ফরিয়াদী সিরীয় নারীকেই দেখাতে হবে যে, তাঁর রাজনৈতিক নিপীড়নের আশঙ্কা রয়েছে৷ শুধুমাত্র সিরিয়া থেকে পলায়ন রাজনৈতিক আশ্রয় পাবার কারণ হতে পারে না৷ অভিবাসন ও উদ্বাস্তু সংক্রান্ত ফেডারাল কার্যালয় ‘বাম্ফ' ঠিক এই যুক্তিই দেখিয়েছিল৷

সারা জার্মানিতে আপাতত ৩২,০০০ এ ধরনের মামলা বিভিন্ন প্রশাসনিক আদালতে ঝুলছে৷ এ পর্যন্ত যে ৩,৪৯০টি মামলার নিষ্পত্তি হয়েছে, তার তিন-চতুর্থাংশ মামলায় রায় গেছে উদ্বাস্তুদের দিকে৷ নয়তো বহুকাল ধরে ইরিত্রিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে আগত উদ্বাস্তুদের ‘সহায়ক সুরক্ষা' দিয়ে আসা হচ্ছিল৷ অন্যদিকে সিরীয়রা প্রায় বিনা ব্যতিক্রমে পূর্ণ সুরক্ষা পাচ্ছিলেন৷ ২০১৬ সালের মার্চে ‘দ্বিতীয় অ্যাসাইলাম প্যাকেজ' গৃহীত হবার পর সিরিয়া থেকে উদ্বাস্তুদের আগমন হ্রাস করা হবে ও সিরীয় উদ্বাস্তুদের স্বীকৃতি পাওয়ার নিয়মাবলী আরো কঠিন করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ অতঃপর  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে বলে উদ্বাস্তুদের পক্ষের উকিলরা সন্দেহ করছেন৷

প্রতিবেদন: ভোলফগাং  ডিক/এসি

সম্পাদনা : আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান