1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জানালাহীন এক বাড়ির কথা

২৪ নভেম্বর ২০১৬

এমন একটি বাড়ির কথা কি আপনি ভাবতে পারেন যেটিতে কোনো জানালা নেই? ভাবছেন, এরকমও বাড়ি হয় নাকি? হ্যাঁ হয়৷ পর্তুগালের এক পরিবার এমনই এক বাড়িতে বাস করছেন৷ অনেক অর্থ ব্যয় করে তাঁরা বাড়িটি নির্মাণ করেছেন৷

https://p.dw.com/p/2T7Hq
DW Euromaxx - Modern Nature Alv Kintscher
ছবি: BR/Aliv Kintcher

যে বাড়িতে কোনো জানালা নেই

২০১২ সাল থেকে আনা হার্নান্দেজ তাঁর পরিবার নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের পশ্চিমে অবস্থিত আলদেইয়া দে ইয়োসোতে বাস করছেন৷ বাড়িতে ঢুকতেই পর্যাপ্ত আলো আর ভেতরের সাজগোজ আপনাকে অবাক করবে৷

আনা হার্নান্দেজ বলেন, ‘‘বাড়ির দেয়ালগুলো কাচ দিয়ে তৈরি৷ সে কারণে বাড়িটি আকারে যতটুকু বড়, আমাদের কাছে সেটি তার চেয়েও দ্বিগুণ বড় মনে হয়৷ আমাদের কাচের কয়েকটি দরজা আছে যেগুলো খোলা যায়৷ যেমন এটি খুললেই সরাসরি বাগানে যাওয়া যায়৷''

বাড়িটি বেশি বড় নয়, মাত্র সাড়ে তিন'শ বর্গমিটার৷ তাই বসবাসের জন্য বেশি জায়গা পেতে বাড়িটি দ্বিতল করে তৈরি করা হয়েছে৷ এছাড়া নীচে আছে আরও একটি তলা৷ গোপনীয়তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় বাড়ির বাইরের দেয়ালে কোনো জানালা নেই৷

হার্নান্দেজ বলেন, ‘‘সবাই এখানে এসে বলে, ও! এই বাড়িতে কোনো জানালা নেই? সবাই খুব কৌতূহলী হয়ে ওঠে৷ আসলে আমাদের স্থপতি এরকম দেয়ালের প্রস্তাব দিয়েছিলেন৷ শুরুতে আমরাও অবাক হয়েছিলাম, নিশ্চিত ছিলাম না সেরকমই করব কিনা৷ পরে সেটাই করা হয়েছে৷ তবে উপরের তলায় প্রতিটি রুমের সামনে উঠানের মতো আছে৷ জানালা থাকলে প্রাইভেসি থাকতো না৷''

স্বপ্নের মতো এক বাড়ি – অবশ্য দ্বিতীয়বার দেখার পর সেরকম মনে হয়৷ কেননা শুধুমাত্র তখনই বোঝা যায়, জানালাবিহীন এই বাড়ির আড়ালে কত আলো আর জায়গা লুকিয়ে আছে৷

উলরিকে ড্যোর/জেডএইচ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান