1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে ভারতীয় গোলায় ১১ জন নিহত

২৩ নভেম্বর ২০১৬

বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছের একটি গ্রামে যাত্রীবাহী বাসের উপর ভারতীয় সৈন্যদের নিক্ষিপ্ত মর্টারের গোলা পড়ে ৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে৷

https://p.dw.com/p/2T6e1
ছবি: picture-alliance/dpa/A. Mughal

ঘটনাটি ঘটে নীলম উপত্যকার লুয়াত গ্রামে৷ বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান৷ আরো ছয় জন যাত্রী পরে হাসপাতালে মারা যান বলে পাকিস্তান পুলিশের কর্মকর্তা ওয়াহিদ খান এপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন৷ এছাড়া ১১ জন বাসযাত্রীর আহত হবার খবর দিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ৷

পাকিস্তানের পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা ওয়াসিম খান সংবাদ সংস্থা এপি-কে জানান, কোটলি জেলার নাকিয়াল সেক্টরে একটি বসতবাড়ির উপর মর্টারের গোলা পড়ে আরো দু'জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷

মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর একটি টহল দলের উপর চালানো আক্রমণে তিনজন ভারতীয় সৈন্য নিহত হন৷ তাদের মধ্যে এক জনের শিরচ্ছেদ করা হয়েছিল বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ এই খবর নিয়ে ভারতে আবেগ ও উত্তেজনা চরমে উঠেছে৷ ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল নীতিন যোশি ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগ তোলেন৷

ভারতীয় সামরিক বাহিনী ‘এলওসি' বরাবর একাধিক গ্রামের উপর কামান ও মর্টার থেকে গোলাবর্ষণ করেছে বলে পাকিস্তানের অভিযোগ৷ পরে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় সেনাবাহিনীর একাধিক অবস্থানের দিকে গোলাগুলি চালায় বলে ভারতীয় তরফে জানানো হয়েছে৷

গত সেপ্টেম্বর মাসে কাশ্মীরে ১৯ জন ভারতীয় সৈন্য জঙ্গিদের হাতে নিহত হওয়ার পর থেকে উভয় দেশের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷

এসি/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য