1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাই হোম ইজ মাই ক্যাসল'

১০ নভেম্বর ২০১৬

‘মাই হোম ইজ মাই ক্যাসল'! ইয়ান ক্যোর্বেস একজন জার্মান স্থপতি, থাকেন নেদারল্যান্ডস-এ৷ তিনি একটি গ্রেন সাইলো বা খাদ্যশস্য রাখার কনটেনার থেকে বাড়ি বানিয়েছেন৷ সাইলোর মতো বাড়ির ঘরগুলোও গোল৷ কাজেই আসবাব খুঁজতে প্রাণ গেছে!

https://p.dw.com/p/2SPkv
ইয়ান ক্যোর্বেস-এর তৈরি বাড়ি
ছবি: Ishka Michocka

খাবার রাখার কনটেইনারে বাড়ি!

ইয়ান ক্যোর্বেস পেশায় স্থপতি৷ তিনি একটি পুরনো গোলাকৃতি ‘সাইলো', অর্থাৎ ধান-গম জাতীয় খাদ্যশস্য রাখার কনটেনারকে একটি বাসযোগ্য দু'তলা বাড়িতে পরিণত করেছেন৷ তাতে শোবার ঘর, রান্নাঘর, স্টোভ কিংবা বাথটাব, সবই আছে, মাত্র তেরো বর্গমিটার জায়গার মধ্যে৷ বাড়ি তৈরিতে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা আর প্রচুর কল্পনাশক্তির প্রয়োজন পড়েছিল৷

প্রথমে একটা সাধারণত প্ল্যান বা নকশা বানাতে হয় – এই বাড়িটির ক্ষেত্রে তা লাগেনি৷ অন্যদিকে পুরনো জিনিসপত্র ও মালমশলা নিয়ে কাজ করাটা নতুন জিনিস নিয়ে কাজ করার চেয়ে অনেক বেশি শক্ত৷

ক্যোর্বেস-এর কর্মশালাটি নানা পদার্থে ভর্তি৷ তার সব কিছু যে এই বাড়ি তৈরিতে ব্যবহার করা হবে, এমন নয়৷ সাইলো টাওয়ার বাড়িটির একটি জানলা হবে একটি দরজা! ক্যোর্বেস বোঝালেন, ‘‘আসলে এটা বারান্দায় যাবার দরজা৷ কিন্তু অধিকাংশ মানুষের জন্য বড় খাটো বলে, মডেলটা খুব বেশি বিক্রি হয়নি৷'' ফিট করাও খুব সহজ কাজ নয়৷ জানালাটাকে কাঠামোয় বসিয়ে বারান্দায় যাবার দরজায় পরিণত করা হবে৷

সাইলোটা ফাইবারগ্লাসে তৈরি, তা-তে বিষাক্ত রাসায়নিক থাকতে পারে বলে সন্দেহ করা হয়৷ তবুও ক্যোর্বেস সাইলোটিকে ফেলে দিতে চাননি৷ 

ইয়ান আর তার বন্ধু আর সহযোগীরা ন'মাস ধরে কাজ করার পর ক্যোর্বেস ও তাঁর কন্যা লুসিয়া এখানে আশ্রয় নিতে পেরেছেন৷ সাইলোর ওপরটা একটি কাচের ছাদ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে৷ বাড়ির সামনের সিঁড়িটা এসেছে বাড়ি তৈরির একটা পুরনো ধাঁচা থেকে৷

আসবাবের ক্ষেত্রেও তাই: খড় জড়ো করার একটা পুরনো আঁকশি হয়েছে হ্যাটস্ট্যান্ড৷ কোনো কাউন্টার তৈরি হয়েছে বাণিজ্যমেলার পুরনো স্ট্যান্ড থেকে৷ রেফ্রিজারেটরের দরজা হয়েছেো শেল্ফ৷ বাথরুমে ইয়ান ক্যোর্বেস-এর নিজের হাতে তৈরি টেবিলটা ঠিক বাথটাবের সঙ্গে কানায় কানায় ফিট করা, যা'তে জায়গা বাঁচে৷ মাসের পর মাসের হাড়ভাঙা পরিশ্রমের ফল ফলেছে৷ ইয়ান ক্যোর্বেস এখন একটি সস্তা অথচ আরামের, কিন্তু অসাধারণ বাড়ির মালিক৷ এবার তিনি সাইলো থেকে বাড়ি বানানোর কাজটাকে তাঁর পেশা করতে চান৷

ইউলিয়া  কাউলবার্স/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান