1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবতার বার্তা মিউনিখবাসীর

২২ জুলাই ২০১৬

একদিকে মিউনিখের অলিম্পিয়া শপিং মলে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় যখন আতঙ্কে পুরো নগরবাসী, তখন তারাই শহরে আটকে পড়া মানুষদের আমন্ত্রণ জানাচ্ছেন নিজের বাড়িতে থাকার৷ এ যেন মানবতার অনন্য এক দৃষ্টান্ত৷

https://p.dw.com/p/1JUaW
Deutschland Olympia Einkaufszentrum in München Hauptbahnhof Polizei
ছবি: picture-alliance/dpa/F. Hörhager

হামলার ঘটনার পর মিউনিখে ট্রেন, বাস সার্ভিস বন্ধ করে দেয়ার পর শহরে আটকে পড়েছেন অনেকে৷ আর তাদের জন্য টুইটারে ‘#offenetuer #opendoor' হ্যাশট্যাগ চালু করেছেন মিউনিখবাসী৷ নির্দ্বিধায় নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা৷

বিভিন্ন গণমাধ্যমও এই নিয়ে প্রতিবেদন করেছেন, যাতে যারা রাস্তায় অবস্থান করছেন তারা রাতটা কাটানোর ঠাঁই পান৷

অ্যানজি ডিয়াল টুইটারে লিখেছেন মিউনিখে প্রার্থনা আর শুভ উদ্যোগ চলছে৷

নিকোলাসের মত অনেকেই টুইটারে লিখেছেন সরাসরি যোগাযোগ করতে৷

অন্য একজন লিখেছেন, এমন অন্ধকার এক পরিস্থিতিতে মানবতার এক আলো৷ যারা নিজেদের বাড়ির দুয়ার খুলে দিচ্ছেন তাদের জন্য অনেক শ্রদ্ধা৷

ওয়াল পোস্টের প্রতিবেদন মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বাড়ির দুয়ার খুলে দিচ্ছে মিউনিখবাসী৷

মেহমেত নামে এক ব্যক্তি এই হ্যাশট্যাগ ব্যবহার করে আশ্রয়ের আবেদন জানিয়েছেন৷

এপিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য