কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় ‘ডোনাল্ড ট্রাম্প’!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবার অনুষ্ঠিত হলো কুৎসিত কুকুরদের প্রতিযোগিতা৷ বিশ্বের সেরা কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় আলাদাভাবে নজর কাড়লো একটি কুকুর৷ তার চুলের সঙ্গে নাকি ডোনাল্ড ট্রাম্পের একটা মিল আছে৷
বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর
এবারের ফাইনালে ছিল ১৫টি কুৎসিত কুকুর৷ ১৪ জনকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন, অর্থাৎ বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর হয়েছে ওপরের ছবির ‘সুইটপি’৷ নীল চোখের এই চাইনিজ চিহুয়াহুয়া কুকুর দেখতে আসলে ‘সুইট’, নাকি কুৎসিত, আপনিই বলুন৷
সেরা বন্ধু
বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার পর মনিব জেসন ভুর্টসের সঙ্গে বিজয় উদযাপন করছেন সুইটপি রাম্বো৷ জেসন আর সুইটপি’র বন্ধুত্বের বন্ধনটা খুব দৃঢ়৷ একবার দুজনই এক মোটরবাইক দুর্ঘটনায় প্রায় মরতে বসেছিলেন৷ দুর্ঘটনার পর নতুন করে পাওয়া জীবনে দুজনই দুজনের সেরা বন্ধু৷
কুৎসিতদের বংশ
এই কুকুরটির নাম রাস্কেল ডিয়ক্স৷ বংশের ঐতিহ্য ধরে রেখে এবার সে-ও এসেছিল কুৎসিত কুকুরদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে৷ এই প্রতিযোগিতায় অংশ নেয়ার দীর্ঘ এক ইতিহাস আছে রাস্কেল ডিয়ক্সের পরিবারের৷ তার বাবা ২০০২ সালে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন৷ এছাড়া বিশ্বের ১৭টি প্রতিযোগিতায় পেয়েছিল প্রথম স্থান৷ ৭টি বিশ্ব শিরোপা জেতায় গিনেস বুকে নাম উঠেছে প্রমাতামহ চি চি-র৷ এছাড়া দুই মাতামহও বিশ্বখেতাব জিতেছেন তিনবার করে৷
কুকুরের রূপচর্চা
যারা কুকুর পোষেন, তাদের অনেকেই পোষা কুকুরকে সন্তানের মতো স্নেহ করেন৷ তাই টাকা-পয়সা খরচ করে তাদের সুস্থ, সুন্দর রাখার চেষ্টাও করেন আপ্রাণ৷ ছবিতে দেখুন, কুৎসিত কুকুরদের প্রতিযোগিতায় একজন তার কুকুরের পা পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন৷ কুকুরেরও পেডিকিউর, ভাবা যায়!
‘কুকুর রাজ্যের ডোনাল্ড ট্রাম্প’
হ্যাঁ, ক্যালিফোর্নিয়ায় কুৎসিত কুকুরদের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ছিলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ দর্শক হিসেবে নয়, একেবারে প্রতিযোগী হিসেবেই ছিল ‘ট্রাম্প’! সবাই বলে, ওপরের ছবির এই কুকুরটির চুল নাকি একেবারে ট্রাম্পের চুলের মতো৷ কারো কারো মনে হয়েছিল এ চুল হয়তো নকল৷ কুকুরের মালিক তাদের আশ্বস্ত করতে বলেছেন, ‘এই চুল একশ ভাগ ন্যাচারাল৷’’