1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন?

৭ জুন ২০১৬

আন্তর্জাতিক ও মার্কিন সংবাদ মাধ্যম বলছে, হিলারি ক্লিন্টন প্রয়োজনীয় ২ হাজার ৩৮৩ জন ডেলিগেট সংগ্রহ করে ফেলেছেন৷ তখনও অবশ্য ক্যালিফর্নিয়াসহ ছয়টি স্টেটের প্রাইমারি বাকি৷

https://p.dw.com/p/1J1mg
হিলারি ক্লিন্টন
ছবি: picture-alliance/AP Photo/M. Altaffer

বলা হচ্ছে, ক্লিন্টনের সংগ্রহে রয়েছে ১ হাজার ৮১২ জন ‘প্রতিশ্রুতিবদ্ধ প্রতিনিধি'; এছাড়া তিনি পাচ্ছেন ৫৭১ জন সুপারডেলিগেটের সমর্থন৷ বার্তা সংস্থা এপি যে সোমবার এই খবরটিকে ‘ব্রেকিং নিউজ' হিসেবে দেখিয়েছে, তা-ও মঙ্গলবারের ছয়টি প্রাইমারির ঠিক আগে, তাতে স্যান্ডার্স সমর্থকরা বিশেষ প্রীত নন৷ হিলারির প্রচার অভিযানের তরফ থেকে শুধুমাত্র ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের' কথা বলা হয়েছে৷ হিলারি স্বয়ং একটি ‘ঐতিহাসিক, অভূতপূর্ব মুহূর্তের' কথা বলেছেন, তবে যোগ করেছেন, ‘আগামীকাল ছয়টি প্রাইমারি ও আমরা প্রতিটি ভোটের জন্য লড়ব, বিশেষ করে ক্যালিফর্নিয়ায়৷''

হিলারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট প্রার্থী হতে চলেছেন, অথচ বিশ্ব সে ব্যাপারে বিশেষ উৎসাহিত বোধ করছে না কেন? এ প্রশ্ন তুলেছেন বিবিসি ওয়ার্ল্ডের ক্যাটি কে৷

স্যান্ডার্স ক্যাম্পেইন এপি ও অন্যান্য নেটওয়ার্কের ঘোষণাকে ‘এ রাশ টু জাজমেন্ট', অর্থাৎ তড়িঘড়ি সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন৷ স্যান্ডার্স ইতিপূর্বেই জানিয়েছেন যে, তিনি ২৫শে জুলাইয়ের ডেমোক্র্যাটিক কনভেনশনের আগে হাল ছাড়ছেন না, কেননা, সুপারডেলিগেটরা তখনো তাদের মত পাল্টাতে পারেন৷ এ কথা বলেছেন স্যান্ডার্সের মুখপাত্র মাইকেল ব্রিগস৷ অপরদিকে স্যান্ডার্স বলেছেন যে, তিনি আগামীতে ক্লিন্টনের সুপারডেলিগেটদের মধ্যে অনেককে তাঁর নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন৷

ক্যালিফর্নিয়া হলো যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য, সেখানে ৪৭৫ জন ডেলিগেট৷ সেনে জিততে না পারলে স্যান্ডার্সের সত্যিই ‘বিদায়' নেওয়ার সময় এসে যেতে পারে৷ অপরদিকে ক্যালিফর্নিয়ায় স্যান্ডার্স জিতলে ক্লিন্টনকে ‘খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিনিশিং লাইন পার হতে হবে', লিখেছে স্কাইনিউজ৷

মঙ্গলবারেই আবার নিউ জার্সির প্রাইমারি, যেখানে ১৪২ জন ডেলিগেট৷ নিউ ইয়র্কের প্রাক্তন সেনেটর হিসেবে হিলারি এখানে জিতবেন বলেই ধরে নেওয়া হচ্ছে, কাজেই সব মিলিয়ে ক্লিন্টনের নমিনেশন আটকানোর ক্ষমতা বার্নি স্যান্ডার্সের সম্ভবত নেই৷ বরং ডেমোক্র্যাটদের এই অন্তর্দ্বন্দ্বের ফলে ডোনাল্ড ট্রাম্প পার পেয়ে যাচ্ছেন৷ হিলারির প্রচার অভিযানে যে অস্ত্রটি ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হয়ে উঠতে পারে, তিনি বসে আছেন হোয়াইট হাউসের ওভাল অফিসে৷ এবার শোনা যাচ্ছে, বারাক ওবামা ক্লিন্টনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করার প্রস্তুতি নিচ্ছেন৷ হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যেই আসবে, তবে মঙ্গলবারের প্রাইমারিগুলির আগে নয়৷

এসি/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান