1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পকে এক হাত নিলেন হিলারি ক্লিন্টন

৩ জুন ২০১৬

বৃহস্পতিবার হিলারি ক্লিন্টন একটি ভাষণে বলেছেন যে, ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে ‘একটি ঐতিহাসিক ভ্রম'; ট্রাম্প অ্যামেরিকাকে পারমাণবিক সংঘাত ও অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাবেন বলে তাঁর আশঙ্কা৷

https://p.dw.com/p/1IztL
স্যান ডিয়েগোয় হিলারি ক্লিন্টন
ছবি: Getty Images/J. Sullivan

ক্লিন্টন অবশেষে যাবতীয় কূটনৈতিক কলা-কৌশল ছেড়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন৷ ট্রাম্পের প্রেসিডেন্ট হবার প্রস্তুতি নেই তো বটেই, মেজাজ ও মনোভাবের দিক থেকেও তিনি অযোগ্য - বৃহস্পতিবার স্যান ডিয়েগোর বলরুমে এ কথা বলেন হিলারি৷

ট্রাম্প যে ব্যবসা-বাণিজ্যের দিক থেকে এসেছেন সেই বিষয়ের প্রতি কটাক্ষ করে ক্লিন্টন বলেন, ‘‘গল্ফ কোর্স কেনার একটা ভালো সুযোগ নষ্ট করলে কারো প্রাণ যায় না, কিন্তু বিশ্ব রাজনীতি ওভাবে কাজ করে না৷ লাক্সারি হোটেলের চেয়ে বিশ্ব রাজনীতির বিষয়গুলি আরো অনেক বেশি উন্নত ও জটিল৷''

ট্রাম্প যে সঙ্গে সঙ্গে তাঁকে টুইটারে আক্রমণ করবেন,সেটাও হিলারি ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন৷ ট্রাম্পও বৃহস্পতিবার সন্ধ্যাতেই একাধিক টুইটে ক্লিন্টনকে ‘ফোনি' অর্থাৎ মেকি, ‘ক্রুকেড হিলারি', ‘লায়িং হিলারি' অর্থাৎ অসৎ ও মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন৷ তবে হিলারির চিন্তার কারণ সম্ভবত অন্যত্র৷

ডেমোক্র্যাট মনোনয়নের দৌড়ে হিলারির একমাত্র অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স দূর থেকে ক্লিন্টন-ট্রাম্প বিতর্কে যোগ দিয়েছেন৷ ট্রাম্পের পররাষ্ট্রনীতি সংক্রান্ত ধ্যানধারণাগুলি যে ‘অবিশ্বাস্যরকমের বেপরোয়া ও দায়িত্বহীন' সে ব্যাপারে স্যান্ডার্স ক্লিন্টনের সঙ্গে একমত৷ অন্যদিকে ক্লিন্টন স্বয়ং যে ইরাক যুদ্ধের পক্ষে ভোট দিয়েছেন ও লিবিয়ায় গাদ্দাফি-শাসনের অন্ত ঘটানোর পক্ষে ছিলেন, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন৷

স্যান্ডার্স যে এই বিতর্কে যোগ দিচ্ছেন, সেটাই লক্ষণীয়৷ তার কারণ হলো, ক্যালিফোর্নিয়ার প্রাইমারির আগের সর্বশেষ জরিপে স্যান্ডার্স যে শুধু ক্লিন্টনকে ধরে ফেলেছেন,তাই নয়, মাত্র এক শতাংশে হলেও স্যান্ডার্স এগিয়ে রয়েছেন৷ স্যান ডিয়েগোতেও ক্লিন্টন তাঁর সমর্থকদের ক্যালিফর্নিয়ায় ৭ই জুনের প্রাইমারির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘‘ক্যালিফর্নিয়ায় ভালোভাবে শেষ করাটা আমাদের জন্য জরুরি৷'' কিন্তু ক্যালিফর্নিয়াতেই শেষ হবে তো? কেননা বার্নি স্যান্ডার্স শুধু নাছোড়বান্দাই নন, তিনি বার বার ‘মরিয়া প্রমাণ করিয়াছেন যে, তিনি মরেন নাই'৷

এসি/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য