1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলসে তিনটি বিস্ফোরণ

২২ মার্চ ২০১৬

ব্রাসেলসে তিন-তিনটি বোমা বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা৷ জঙ্গি গোষ্টী ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করার পর, ইউরোপ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷

https://p.dw.com/p/1IHKd
ব্রাসেলস শহরে জোরদার নিরাপত্তা
ছবি: Getty Images/AFP/J. A. Gekiere

শুক্রবার প্যারিস হামলায় জড়িতে সন্দেহে সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করা হয়৷ তখন থেকেই বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা, অর্থাৎ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে৷ এর মাঝেই মঙ্গলবার সকাল আটটার দিকে প্রচণ্ড শব্দে দু-দু’বার কেঁপে ওঠে রাজধানী ব্রাসেলসের কেন্দ্রীয় বিমানবন্দর৷ সকালের ব্যস্ত সময়ের দু-দু’টি বিস্ফোরণে বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ দ্রুতই খালি করে দেয়া হয় বিমানবন্দর৷ বিমান চলাচলও বন্ধ রয়েছে৷ বিমানবন্দর ও বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে৷

কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে৷ ডিপিএ-র খবরে এক আইনজীবীকে উদ্ধৃত করে ১৩ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে৷

২০১৫ সালের নভেম্বরের প্যারিস হামলার পরিকল্পনাকারী সন্দেহে সালাহ আবদেসালামকে গ্রেপ্তারের পর বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ে রাইন্ডার্স জানান, সালাহ আবদেসালাম ও তার সহযোগীরা ব্রাসেলসেও হামলার পরিকল্পনা করেছিলেন৷ আবদেসালামকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে অনেক ভারী অস্ত্র পাওয়া গেছে বলেও জানিয়েছিলেন তিনি৷ শুক্রবারের ওই গ্রেপ্তারের ঘটনার পর সারা দেশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়, গুরুত্বপূর্ণ সব সড়কে টহল দিতে শুরু করে পুলিশ৷

এদিকে বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর বিমানবন্দর সংলগ্ন মেট্রো স্টেশনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ মেট্রোস্টেশনটিও এখন বন্ধ৷ ডিপিএ-র খবর অনুযায়ী, সেখানেও অন্তত ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷

শুক্রবার আবদেসালামের দুই সহযোগীর একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে বলেও দাবি করে বেলজিয়াম পুলিশ৷ সুফিয়ানে কায়াল নামধারণ করা ২৪ বছর বয়সি ঐ ব্যক্তির প্রকৃত নাম নাজিম লাচরাওয়ি বলেও জানানো হয় তখন৷ আবদেসালামের আরেক সহযোগী গত সপ্তাহে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ব্রাসেলসে নিহত হয়েছে৷

মঙ্গলবারের জোড়া বোমা বিস্ফোরণের পেছনে কোনো বিশেষ সন্ত্রাসী সংগঠনের জড়িত থাকার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ বেলজিয়ামের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বোমা বিস্ফোরণের আগে গুলির শব্দ এবং আরবি ভাষায় চিৎকার শোনা গেছে৷

২০১৫ সালের নভেম্বরে প্যারিসের রেস্তোরাঁ, বার ও একটি কনসার্ট হলে চালানো বোমা হামলায় ১৩০ জন নিহত হয়৷ পরিকল্পনাকারীসহ হামলায় জড়িত বেশ কয়েকজন বেলজিয়ামে আত্মোগপন করেছে – গোয়েন্দারা এমন তথ্য দেয়ার পর থেকেই বেলজিয়ামে সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্য অভিযান চলছিল৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান