1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলসে হামলার পরিকল্পনা

২১ মার্চ ২০১৬

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ে রাইন্ডার্স বলেছেন, গত নভেম্বরে প্যারিসে হামলার পরিকল্পনাকারী সালাহ আবদেসালাম ব্রাসেলসেও হামলার পরিকল্পনা করেছিলেন৷ আবদেসালামকে শুক্রবার গ্রেপ্তার করে বেলজিয়াম পুলিশ৷

https://p.dw.com/p/1IGyf
পথেঘাটে পাহারা দিচ্ছে বেলজিয়ামের পুলিশ
ছবি: picture-alliance/AP Photo/G. V. Wijngaert

রাইন্ডার্স রবিবার বলেন, ‘‘আবদেসালামকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে অনেক অস্ত্র পাওয়া গেছে, ভারী অস্ত্র৷ এছাড়া ব্রাসেলসে সে (আবদেসালাম) নতুন করে নেটওয়ার্কও গড়ে তুলেছিল৷''

প্যারিস হামলার সঙ্গে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান রাইন্ডার্স৷ রেস্তোরাঁ, বার ও একটি কনসার্ট হলে চালানো আত্মঘাতী ঐ হামলায় ১৩০ জন নিহত হন৷

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান ইয়ামবন বিষয়টি নিশ্চিত করতে না পারলেও সেটা হতে পারে বলে মন্তব্য করেন৷ ‘‘গত ১৮ মাস ধরে সন্ত্রাসবাদ নিয়ে কাজ করার কারণে আমি জানি, যখন সন্ত্রাসী আর অস্ত্র একই জায়গায় পাওয়া যায়, যেমনটা আবদেসালাম-এর ক্ষেত্রে হয়েছে, তখন বুঝতে হবে হামলার সম্ভাবনা রয়েছে৷ আমি বলছি না যে এগুলো একটা প্রমাণ, তবে হ্যাঁ, সেরকম ইঙ্গিত আছে৷''

শুক্রবার ব্রাসেলসের ফরেস্ট এলাকা থেকে বেলজিয়ামে জন্ম নেয়া ফরাসি নাগরিক ২৬ বছর বয়সি আবদেসালামকে গ্রেপ্তার করা হয়৷ এখন পর্যন্ত প্যারিস হামলার ঘটনায় গ্রেপ্তার করা একমাত্র জীবিত ব্যক্তি সে৷ নভেম্বরের ঐ হামলার ঘটনার তদন্তকারী ফ্রান্সের কর্মকর্তা ফ্রসোয়াঁ মলঁস জানান, আবদেসালাম প্যারিসের স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিল৷ কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে ফিরে আসে বলে তদন্তের সময় জানিয়েছে৷

এদিকে, আবদেসালামের আইনজীবী স্ফেন মারি জানান তাঁর মক্কেল তদন্তের সময় যা বলেছে সেটা প্রকাশ করে দেয়ায় তিনি আইনজীবীদের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছেন৷ তিনি আরও জানান, বিচারের জন্য আবদেসালামকে ফ্রান্সে পাঠানোর বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে৷

আসল পরিচয় উদ্ধার

আবদেসালামের দুই সহকারীর একজনের আসল পরিচয় জানতে পেরেছে বেলজিয়াম পুলিশ৷ সুফিয়ানে কায়াল নামধারণ করা ২৪ বছর বয়সি ঐ ব্যক্তির নাম নাজিম লাচরাওয়ি৷ ২০১৩ সালে সে সিরিয়ায় গিয়েছিল বলে আইনজীবীরা জানিয়েছেন৷

আবদেসালামের আরেক সহকারী সমীর বুজিদ গত সপ্তাহে ব্রাসেলসে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে বলে জানা গেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য