1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেস্টারভেলে আর নেই

১৮ মার্চ ২০১৬

মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ গত ডিসেম্বরেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ চার মাস না পেরোতেই ক্যানসারের কাছে হার মানলেন এফডিপি-র এই নেতা৷

https://p.dw.com/p/1IFrd
Guido Westerwelle ehemaliger Bundesaußenminister
ছবি: picture-alliance/dpa/M. Becker

শুক্রবার হঠাৎই আসে শোকসংবাদ৷ গিডো ভেস্টারভেলের নিজের ফাউন্ডেশনের ওয়েবসাইটেই জানানো হয়, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত একনিষ্ঠভাবে দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (এফডিপি)-র সাবেক প্রাণপুরুষ আর নেই৷ পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় (২০০৯ থেকে ২০১১) চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ডেপুটির দায়িত্বও পালন করেছেন ভেস্টারভেলে৷ জীবনের বড় একটা সময় অবশ্য বিরোধী দলীয় নেতা হিসেবেই জার্মানির রাজনীতিতে সুপরিচিত ছিলেন তিনি৷

২০১৪ সালে লিউকেমিয়া ধরা পড়ে তাঁর৷ তারপর থেকেই চলছিল ক্যানসারের সঙ্গে লড়াই৷ পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন৷ কিন্তু তাঁর দল জার্মান সংসদে সব আসনে হেরে গেলে রাজনীতি থেকেও অবসর নিয়ে নেন ভেস্টারভেলে৷

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জার্মানির ইতিহাসের প্রথম স্বঘোষিত সমকামী গিডো ভেস্টারভেলে৷ ‘কালচার অফ মিলিটারি রিস্ট্রেইন্ট’ বা ‘সেনাবাহিনী নিয়ন্ত্রণের সংস্কৃতি’-র পক্ষে সোচ্চার ছিলেন তিনি৷ ২০১১ সালে লিবিয়ায় ন্যাটোর সামরিক হস্তক্ষেপের বিরোধিতার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য