প্রেমে পড়ে খুন হলো যুবক
১৪ মার্চ ২০১৬দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ঘটনা৷ জনাকীর্ণ এক রাস্তায় ২২ বছর বয়সি এক শিক্ষার্থী এবং তাঁর স্ত্রীর উপর হামলা চালায় তিন ব্যক্তি৷ হামলাকারীদের হাতে থাকা কাস্তে দিয়ে ছেলেটিকে কুপিয়ে হত্যা করে, সোমবার এই তথ্য জানিয়েছে পুলিশ৷
হামলার শিকার দম্পতি আট মাস আগে বিয়ে করেন বলে জানা গেছে৷ যদিও মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি ছিল না৷ এই বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা এন মঞ্জুনাথ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘‘মেয়েটার পরিবারের সদস্যরা খুশি ছিল না৷ মেয়েটা উচ্চবর্ণের ছিল, আর ছেলেটা দলিত বা নিম্নবর্ণের হিন্দু৷''
১৯ বছর বয়সি মেয়েটি অবশ্য হামলার শিকার হয়েও বেঁচে গেছেন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে৷
ঘটনাস্থলে পাশের একটি শপিং মলের সিসিটিভি ক্যামেরায় হত্যাকাণ্ডের পুরো দৃশ্য রেকর্ড হয়েছে৷ ভারতীয় টেলিভিশনে প্রচারিত সেই ভিডিওতে দেখা যায়, হামলার শিকার দম্পতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন৷ আর তখন তিন ব্যক্তি মোটর সাইকেল থেকে নেমে তাদের উপর হামলা চালায়৷
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মেয়েটির চাচাকে খুঁজছেন৷
প্রসঙ্গত, ভারতে পরিবারের সম্মতি না নিয়ে বিয়ে করা দম্পতিদের উপর হামলা বিরল কিছু নয়৷ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তথাকথিত ‘অনার কিলিংয়ের' শিকার হচ্ছেন অনেকে৷ সাধারণত, পরিবারের সম্মানহানি হচ্ছে এমন মনে করলে বিবাহিত বিবাহিতের পরিবার বা বর্ণের সদস্যরা তাঁকে হত্যা করে৷ জাতিসংঘের হিসেবে, বিশ্বে প্রতিবছর পাঁচ হাজার ‘অনার কিলিংয়ের' ঘটনা ঘটে৷ এরমধ্যে এক পঞ্চমাংশই ঘটে ভারতে৷
ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাকে নিহত যুবকের বাবা জানিয়েছেন, হামলার শিকার দম্পতি যেদিন বিয়ে করেছিলেন, সেদিনই তাদের হত্যার হুমকি দিয়েছিল মেয়েটির পরিবারের সদস্যরা৷
এআই/ডিজি (এএফপি, ডিপিএ)