1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির যে পেনাল্টি নিয়ে বিতর্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৬

স্প্যানিশ লিগে সেল্টা ভিগোর বিরুদ্ধে করা লিওনেল মেসির পেনাল্টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ কেউ বলছেন এভাবে বিপক্ষ দলকে অসম্মান করা হয়েছে, আর কেউ মনে করছেন পেনাল্টিটি হয়ত আইনসম্মত হয়নি৷

https://p.dw.com/p/1Hw5b
Spanien Fußball Lionel Messi
ছবি: Getty Images/AFP/J. Lago

শনিবার লা লিগায় নিজের ৩০০তম গোল করতে পারতেন মেসি৷ কিন্তু তা না করে বলটি আলতো করে বাড়িয়ে দিয়েছিলেন৷ আর সুয়ারেজ এসে সেটিকে গোলে পরিণত করে হ্যাটট্রিক পূর্ণ করেন৷

এরপর থেকে চলছে আলোচনা৷ কারও মতে এটি ফুটবলের আশ্চর্য বিষয়গুলোর একটি৷ আর কেউ মনে করছেন, এভাবে পেনাল্টি নিয়ে বিপক্ষ দলকে অসম্মানিত করা হয়েছে৷

তবে বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘‘আমার মনে হয় এটি অসম্মানজনক কিছু ছিল৷ বলা যেতে পারে এটি কিছুটা অস্বাভাবিক৷ কিন্তু এভাবে পেনাল্টি নেয়া যেতে পারে৷''

যে দলকে অসম্মান করা হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন সেই সেল্টার ডিফেন্ডার গুস্তাভো কাবরাল বলেন, ‘‘তারা (বার্সা) গোল করেছে বলে আমার খারাপ লেগেছে৷ যেভাবে করেছে সে কারণে নয়৷'' সেল্টার কোচ এদুয়ার্দো বেরিৎসো-ও মনে করছেন যে, এভাবে পেনাল্টি নিয়ে তাদের অসম্মান করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এটি পেনাল্টি নেয়া একটি ভিন্ন উপায়৷ এর চেয়ে বেশি কিছু নয়৷''

এদিকে, বার্সার কোচ লুইস এনরিকে বলেন, ‘‘কিছু মানুষের হয়ত এটি পছন্দ হবে না৷ কিন্তু এটি বৈধ খেলা ছিল৷''

তবে রেয়াল মাদ্রিদের দৈনিক কার্যক্রম নিয়ে খবর প্রকাশ করা ক্রীড়া বিষয়ক স্প্যানিশ সংবাদপত্র মার্কা মেসির পেনাল্টি নিয়ে অনলাইনে একটি জরিপ করেছে৷ এতে ৫৩ শতাংশ মানুষ মনে করেন, পেনাল্টিটিতে ‘বিপক্ষ দলের বিরুদ্ধে সম্মানের অভাব ছিল৷'

মার্কা রেডিও তাদের প্রতিবেদনে বলেছে, ‘‘বার্সার খেলোয়াড়দের এই পেনাল্টিতে সম্মান দেখানোর বিষয়টি ছিল না৷ সেল্টার খেলোয়াড়দের ক্ষোভ প্রকাশ করাটা বোধগম্য৷'' বার্তা সংস্থা ডিপিএ বলছে, পেনাল্টি নিয়ে সেল্টার কয়েকজন ফুটবলারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে৷

আইন যা বলছে...

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলেছে, পেনাল্টির সময় দলের কাউকে বল পাস দেয়াটা অবৈধ নয়, কিন্তু রিপ্লেতে দেখা গেছে, মেসি বল ছোঁয়ার আগেই সুয়ারেজ ডি-বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন, যেটা আইনসম্মত নয়৷ সেল্টার একজন খেলোয়াড়কেও আগেই ডি-বক্সে ঢুকে পড়তে দেখা গেছে৷ সেক্ষেত্রে রেফারি মেসিকে আবারও পেনাল্টি নিতে বলতে পারতেন৷

মেসির আরেক আশ্চর্য গোল!

পেনাল্টি নিয়ে আলোচনা শেষ না হতেই আরেক গোল নিয়ে আলোচনায় মেসি৷ তবে গোলটি মেসি করেছেন বার্সার প্রশিক্ষণের সময়৷ গোলপোস্ট থেকে কিছু দূরে ও পেছনে থেকে বল মেরে গোল করেন মেসি৷

জেডএইচ/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য