1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের নিয়ে গুজব অসত্য

নিকোল গ্যোবেল/জেডএইচ১৪ ফেব্রুয়ারি ২০১৬

২০১৫ সালে জার্মানিতে ১০ লক্ষেরও বেশি শরণার্থী এসেছে৷ শুরুতে শরণার্থীদের আগমনকে স্বাগত জানানো হলেও কয়েকটি ঘটনায় তাদের সম্পর্কে অনেক জার্মানের মনে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/1HuPp
Sreenshot der Website hoaxmap.org
ছবি: hoaxmap.org

সবশেষে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় কোলন শহরে নারীদের উপর যৌন হয়রানির ঘটনায় খবরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷

এমন অবস্থায় শরণার্থীদের নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়ছে৷ তাদেরকে অনেক অপরাধের সঙ্গে জড়িত করার চেষ্টা চলছে৷ আর সেগুলো বিশ্বাসও করছেন অনেক জার্মান৷

পরিস্থিতির উন্নয়নে দুই জার্মান কারোলিন শোয়ার্ৎস ও লুটৎস হেল্ম মিলে একটি ওয়েবসাইট চালু করেছেন৷ সেখানে ঢুকে জার্মানির মানচিত্রে চিহ্নিত করে দেয়া কোনো এক অংশে ক্লিক করলে ‘আসল' ঘটনা জানা যাবে৷ ধরা যাক, কেউ বার্লিনের ঘটনা সম্পর্কে জানতে চান৷ তাহলে তিনি মানচিত্রে বার্লিন ‘সিলেক্ট' করলে তার সামনে কতগুলো লিংক ভেসে উঠবে৷ এগুলো স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদের লিংক৷ সেটা পড়ে পাঠক কোনো একটি ঘটনার আসল পরিস্থিতিটা জানতে পারবেন৷ বুঝতে পারবেন যে, তিনি অন্যের কাছ থেকে এতদিন যা শুনেছেন সেটা ঠিক ছিল, সেটা ছিল আসলে একটা গুজব৷

এবার একটি উদাহরণ দেয়া যাক৷ গত অক্টোবরে জার্মানির একটি সুপারমার্কেট সাময়িক বন্ধের কারণ হিসাবে গুজব রটানো হয় এই বলে যে, সেখানে আশ্রয়প্রার্থীদের চুরি বেড়ে যাওয়ায় মার্কেট কর্তৃপক্ষ সাময়িকভাবে সেটা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন৷ কিন্তু বিষয়টি আসলে সেরকম ছিল না৷ হোক্সম্যাপ-এর ওয়েবসাইটে গেলে আসল ঘটনা জানা যাবে৷

ফেব্রুয়ারির ৮ তারিখে ওয়েবসাইটটি চালু করা হয়েছে৷ এরপর থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে ডয়চে ভেলেকে জানান শোয়ার্ৎস৷ তিনি বলেন, ‘‘অনেক ব্যক্তি ও সংগঠন তাদের কাছে থাকা তথ্য আমাদের দিচ্ছেন৷''

শুধুমাত্র স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও কখনও কখনও পুলিশের বিবৃতি প্রকাশ করে গুজব অসত্য প্রমাণ করা হচ্ছে৷ শোয়ার্ৎস স্বীকার করেন প্রকাশিত খবরগুলো সত্য কি না তা যাচাই করা তাদের পক্ষে সম্ভব নয়৷ কারণ তারা দু'জনেই চাকরি করেন৷

টুইটারেও প্রকল্পটি নিয়ে আলোচনা চলছে৷ একজন অবশ্য এর সমালোচনা করেছেন৷ তিনি শরণার্থীদের নিয়ে সত্য ঘটনাগুলোও উল্লেখ করার পরামর্শ দিয়েছেন৷ শরণার্থীরা আসলেই যেসব অপরাধের সঙ্গে যুক্ত সেগুলো সবুজ রং দিয়ে আর শরণার্থীদের নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো লাল রং দিয়ে চিহ্নিত করার কথা বলেছেন৷ তবে শোয়ার্ৎস এই পরামর্শ গ্রহণের পক্ষে নন৷ তিনি বলেন, এমনটা করলে আসল উদ্দেশ্যই ব্যাহত হবে৷

গুজব অসত্য প্রমাণের এমন ওয়েবসাইট ফ্রান্স কিংবা অস্ট্রিয়াতেও আছে৷ তবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়ে ছড়ানো গুজব নিয়ে ওয়েবসাইট জার্মানিতে এই প্রথম৷ নির্দিষ্ট গোষ্ঠী বলতে শরণার্থী ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের (যেমন যাদের ‘নর্থ আফ্রিকান', ‘সাউদার্ন লুকিং', ‘ডার্ক স্কিন্ড' – এ সব নামে ডাকা হয়) লোকজন আছে বলে ডয়চে ভেলেকে জানান শোয়ার্ৎস৷

জার্মানির শরণার্থী নীতি কী হতে পারে ভবিষ্যতে? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান