হিজাব নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ
৮ ফেব্রুয়ারি ২০১৬এর প্রতিবাদে রবিবার রাজধানী সারায়েভোতে বিক্ষোভ হয়েছে৷ প্রায় দুই হাজার মানুষ এতে অংশ নেন, যার বেশিরভাগই নারী৷
প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভে অংশগ্রহণকারীরা যে সব ব্যানার নিয়ে গিয়েছিলেন, তাতে লেখা ছিল ‘হিজাব আমার প্রতিদিনের পছন্দ', ‘হিজাব আমার অধিকার', ‘হিজাব আমার জীবন'৷
বিক্ষোভে অংশ নেয়া হালকা নীল রঙের হিজাব পরা ৩৩ বছরের এক মা এলিসা হামোভাচ বলেন, ‘‘আমরা এখানে আমাদের অধিকার রক্ষা করতে এসেছি৷ এটা আমাদের মুকুট, আমাদের অধিকার, আমাদের সম্মান৷''
বসনিয়ার মুসলিম রাজনীতিবিদ সহ ধর্মীয় নেতা ও বিভিন্ন মুসলিম সংগঠনও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে৷
মুসলিম অধ্যুষিত বসনিয়ার মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে দেখা গেছে৷ ১৯৯২ সালে স্বাধীন হওয়ার আগে বসনিয়া যখন কমিউনিস্ট যুগোস্লাভিয়ার অংশ ছিল তখন সেখানে হিজাব নিষিদ্ধ ছিল৷ তবে স্বাধীনতা পাওয়ার পর অনেক নারী হিজাব পরা শুরু করেন৷
জেডএইচ/ডিজি (এএফপি)
বন্ধু, আপনি কি মেয়েদের হিজাব পরার পক্ষে? জানান আপনার মতামত, নীচের ঘরে৷