1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের খবর আড়াল?

দেবারতি গুহ১৫ জানুয়ারি ২০১৬

মেয়েটি দেখতে যেমন সুন্দর, তেমনই সুন্দর ও স্বচ্ছ তাঁর দৃষ্টিভঙ্গি৷ অকপট, কোনো রাখঢাক নেই৷ প্রথম দিন থেকেই অভিনেত্রী কাল্কি কোচেলিন আমাদের অভিভূত করেছেন, ভারতীয় সামাজ নিয়ে সমালোচনামূলক বক্তৃতায়, বিশেষত নারী অধিকার চর্চায়৷

https://p.dw.com/p/1He73
Indien Schauspielerin Kalki Koechlin
ছবি: AP

সেই ছোট্ট বয়সে ঘটে যাওয়া যৌন হয়রানি অথবা নিজের শরীরকে খোলামেলাভাবে তুলে ধরার কারণ বর্ণনা – বিষয়বস্তু যতটাই স্পর্শকাতর হোক না কেন তা নিয়ে খোলাখুলি কথা বলতে কাল্কির কোনোদিনই কোনো সংকোচ ছিল না, আজও নেই৷

নারী অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় তাঁর সর্বশেষ অবদান অসামান্য একটি ভিডিও, যা একাধারে যেমন নাটকীয়, পুরুষতন্ত্রের বিরুদ্ধে তেমনই এক মোক্ষম চপেটাঘাত৷ সংবাদপত্রগুলিতে নারী সৌন্দর্যের বিজ্ঞাপন কীভাবে ধীরে ধীরে অথচ ধারাবাহিকভাবে নারী নির্যাতনের ঘটনাগুলিকে সুচতুরভাবে আড়াল করে চলেছে, কীভাবে একটার পর একটা ধর্ষণের ঘটনা আমরা বোঝার আগে, জানার আগেই উধাও হয়ে যাচ্ছে – এই নিয়েই এবার কলম ধরেছেন তিনি, হয়েছেন সোচ্চার৷ তাঁর দৃপ্ত কণ্ঠে উঠে এসেছে দিল্লির চলন্তবাসে নির্ভয়ার গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা, বেঙ্গালুরুতে ঘটে যাওয়া কুখ্যাত শ্লীলতাহানি অথবা হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেয়ার মতো আরো অনেক ঘটনা৷

মাত্র পাঁচ মিনিটের ভিডিও৷ কিন্তু কাল্কির উচ্চারিত প্রতিটি শব্দ, ভিডিওতে ব্যবহৃত প্রতিটি ‘বিট', ‘ভিজুয়াল' আমাদের যেন গ্রাস করতে থাকে৷ নিত্যদিনের সত্যটা সামনে, আরো সামনে চলে আসায় একটা সময় এসে হয়ত বা গা গুলিয়ে ওঠে৷ কিন্তু তারপরও চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত৷ তাই দেখতে ভুলবেন না!

ভিডিও-টা দেখলেন? কেমন লাগলো বন্ধুরা? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান